HomeআপডেটPotato price: এ বছর...

Potato price: এ বছর মিলছে না আলুর দাম, চাষের খরচ ওঠা নিয়ে চিন্তায় আলুচাষিরা

এ বছর মাঠ থেকে আলু তোলা শুরু হয়েছে, কিন্তু দাম পাচ্ছেন না আলুচাষিরা। ৪ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে আলু। ফলে বাজারদর কম থাকায় চাষের খরচ উঠবে কিনা তা নিয়ে আলুচাষিরা সংশয়ের মধ্যে রয়েছেন। এই অবস্থায় চিন্তার মধ্যে রয়েছেন আলু চাষিরা। বীরভূমের খয়রাশলের বিভিন্ন গ্রামের আলুচাষিরা বাজার দর না থাকায় আক্ষেপ করছেন। তার ওপর দাম না মেলায় তাঁরা খুবই চিন্তিত। আলুচাষীদের বক্তব্য, তিন বিঘা জমিতে যেখানে আলু চাষ করতে খরচ হয়েছে ৭৫ হাজার টাকা, সেখানে এ বছর আলুর দাম ৫০ হাজার টাকা উঠবে কিনা তা নিয়ে তাঁরা সংশয়ের মধ্যে রয়েছেন। এ বছর ৫০ কেজি আলুর বস্তা বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়। ফলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন আলুচাষিরা।

এক আলুচাষির বক্তব্য, তিনি ৫ বিঘা জমিতে আলু চাষ করেছেন। আলুর বীজ, অনুখাদ্য, সার, শ্রমিক-সহ চাষে ১ লক্ষ টাকারও বেশি খরচ হয়েছে। কিন্তু বর্তমানে আলুর যা দাম চলছে তাতে লাভ তো দূরের কথা খরচ করে উঠবে না বলেই তিনি মনে করছেন। ওই চাষি আবার বাজার না থাকায় আলু বাড়িতে রেখে দিয়েছেন। কিন্তু, এইভাবে আলু কত দিন রাখা যাবে তা নিয়েও তিনি চিন্তিত রয়েছেন। তাঁর মতো অনেক আলুচাষিরাই এনিয়ে উদ্বিগ্ন।

সাধারণত অজয় নদের কাছে খয়রাশোলের মুক্তিনগর, পারুলবোনা, চাপলা, রতনপুর, দুবরাজপুর, পলাশডাঙ্গায় বেশ ভালোই আলু চাষ হয়। খয়রাশোল ব্লক কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় প্রতিবছর ৩৮৫ হেক্টর জমিতে আলু চাষ হয়ে থাকে। এই আলুর মধ্যে রয়েছে পোখরাজ এবং জ্যোতি আলু। কিন্তু, এখন আলুর বাজার দর ৪ টাকা কেজি হওয়ায় অনেকে আবার আলু তোলার কাজে হাতই দেননি।

চাষিরা জানাচ্ছেন, গত বছর ৫০ কেজি আলুর বস্তার দাম ছিল ৬০০ থেকে ৭০০ টাকা। তার ওপর সরকার কুইন্টাল প্রতি ৬৫০ টাকা দিয়েছে। কিন্তু, এবার চাষিদের বক্তব্য, কুইন্টাল প্রতি ৮০০ টাকা ক্ষতিপূরণ না দিলে তারা সমস্যার মুখে পড়বেন। এর পাশাপাশি খয়রাশোল এলাকায় কোনও হিমঘর নেই। ফলে ৫০ কিলোমিটার দূরে মহম্মদবাজার বা সাঁইথিয়াতে আলু হিমঘরে নিয়ে যাওয়ার জন্য অনেক খরচ বহন করতে হতে পারে। ফলে তারও কোনও উপায় নেই। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, বীরভূম জেলায় ২০ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। এবছর শীতে বৃষ্টি না হওয়ায় আলুতে কোনও রোগ বা পোকার সংক্রমণ হয়নি। অনেকে শংসিত বীজ ব্যবহার করার ফলে ভালো ফলন পেয়েছেন। কিন্তু, দাম না মেলায় সমস্যার সুরহা হচ্ছে না।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

১২৪ কিমি যাতায়াত করতে হয়! ক্যানসার আক্রান্ত শিক্ষিকাকে বাড়ির কাছে বদলির নির্দেশ

এক শিক্ষিকাকে অবিলম্বে বদলির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আসলে ক্যানসারে আক্রান্ত হয়েছেন ওই শিক্ষিকা। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। সেই অবস্থার মধ্যেও প্রতিদিন স্কুলে যাতায়াতের জন্য প্রচুর রাস্তা অতিক্রম করতে হয তাঁকে। এই অবস্থায় মানবিক দিক থেকে কলকাতা হাইকোর্ট পম্পা দাস রজব নামে ওই শিক্ষিকাকে...

Garden Reach update: গার্ডেনরিচের জের, ৩ ইঞ্জিনিয়ারকে শোকজ, তালিকা করে বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ

রবিবার রাতে গার্ডেনরিচে ভেঙে পড়েছে বেআইনি বহুতল। এই ঘটনায় এখনও পর্যন্ত মারা গিয়েছেন আট জন। রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার বার্তা দিয়েছিলেন। সোমবার পুর আধিকারিকদের অবিলম্বে বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দিলেন মেয়র। একই সঙ্গে ১৫ নম্বর...

Governor on Garden Reach: অ্যাক্সিডেন্ট নয়! গার্ডেনরিচে গিয়ে রাজ্যপাল যা বললেন, ‘অস্বস্তি’ বাড়ল সরকারের

গার্ডেনরিচে ভেঙে গিয়েছে বহুতল। পুুকুর বুজিয়ে সেই বহুতল তৈরি হয়েছিল বলে অভিযোগ। একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে ওই বহুতল ভেঙে পড়ার ঘটনায়। বার বার প্রশ্ন উঠছে, কাদের প্রশয়ে সকলের চোখের সামনে এই বেআইনি নির্মাণ হল গার্ডেনরিচে? কারা রয়েছে এর পেছনে?বাংলার মুখ্য়মন্ত্রী নিজেই বলেছেন বেআইনি কিছু কিছু...

Garden Reach Building collapse: দুধ সরবারহকারী থেকে প্রোমোটার, গার্ডেনরিচ কাণ্ডে ধৃত ওয়াসিমের উত্থান কী ভাবে?

গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় এলাকার প্রোমোটার মহম্মদ ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ। কে এই ওয়াসিম? তার উত্থানে কোথায় যেন সন্দেশখালির শেখ শাহজাহানের সঙ্গে মিল রয়েছে। শাহজাহান যেমন ট্রেকারের হেল্পার থেকে বিশাল সাম্রাজ্য বানিয়েছে। তেমনি ছোট পরিসরে ওয়াসিমের উত্থানের গল্পও প্রায় একই রকম।সে ক্ষমতার জোরে...

Narayan Goswami: ‘তৃণমূল কর্মীরা ভোট চাইতে লজ্জা পাচ্ছেন’ দলের বিধায়কের মন্তব্যে অস্বস্তিতে ঘাসফুল

লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠেছে। এই অবস্থায় ভোটারদের দরবারে গিয়ে ভোট চাইতে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। ঠিক সেই আবহে দলীয় কর্মিসভায় মন্তব্য করতে গিয়ে দলকে অস্বস্তিতে ফেলে দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক তথা উত্তর ২৪ পরগণার জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। তিনি বলেছেন, ‘দলীয় কর্মীরা...

খুন নয়, হৃদরোগে মৃত্যু হয়েছে দৃষ্টিহীন ফুটপাতবাসীর, ময়নাতদন্তের রিপোর্টে দাবি

নিউ মার্কেটে এক দৃষ্টিহীন ফুটপাতবাসীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল ওই ফুটপাতবাসীকে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ধোঁয়াশা কাটল। রিপোর্ট অনুযায়ী, হৃদযন্ত্র বিকল হয়েই ওই দৃষ্টিহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। যদিও এখনও পর্যন্ত ঘটনায় কোনও অভিযোগ পায়নি...

Garden Reach Building Collapse: গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় ৩ ইঞ্জিনিয়ারকে শো কজ করল কলকাতা পুরসভা

ভোটের মুখে কলকাতার গার্ডেনরিচে নির্মিয়মান বহুতল ভেঙে একের পর এক মৃত্যুতে ৩ ইঞ্জিনিয়ারকে শোকজ করল পুরসভা। তাঁদের গাফিলতিতেই ওই বেআইনি বহুতল তৈরি হচ্ছিল বলে দাবি করছে পুরসভা। ওদিকে বিরোধীদের দাবি, ভোটের মুখে নিজেদের মুখ বাঁচাতে ইঞ্জিনিয়ারদের শোকজ করেছে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা।আরও পড়ুন: ‘স্কোয়ার...

Sisir Adhikari: ‘শুভেন্দু মারলে বাঁচতেন না’ আঘাত নিয়ে মমতাকে তোপ শিশিরের, সমালোচনায় তৃণমূল

বাড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে বিরোধীরা নানা রকম মন্তব্য করতে শুরু করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়ালেন বিদায়ী সাংসদ...

Attack on police: বিয়েবাড়িতে মহিলার নম্বর চাওয়া নিয়ে দুই পরিবারের ঝামেলা, আক্রান্ত গড়ফা থানার পুলিশ

দুই পরিবারের মধ্যে ঝামেলা। আর সেই ঝামেলা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল এলাকায়। পরিস্থিতি এতটাই উতপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত পুলিশকে পর্যন্ত মারধর করা হল। মাথা ফাটিয়ে দেওয়া হল এক পুলিশ কর্মীর। সবমিলিয়ে একজন এএসআই, সার্জেন্ট-সহ ৩ পুলিশ কর্মী জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে গড়ফা...

NO Mobile in Class: ক্লাসে ফেসবুক দেখেন? মোবাইল নিয়ে ফের স্কুলের স্যারেদের বড় নির্দেশ শিক্ষা দফতরের

ক্লাসরুমে যাতে স্কুল শিক্ষকরা মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকেন সেব্যাপারে বার বার শিক্ষা দফতরের তরফে বলা হয়েছে। কিন্তু সর্বত্র কি সেই নিয়ম মানা হচ্ছে? তবে এবার এনিয়ে কড়া অবস্থান নিচ্ছে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দফতর। গত বছরের ডিসেম্বর মাসের শেষ দিকে এনিয়ে নির্দেশিকা জারি করেছিল...

একশ দিনের কাজের টাকা চাওয়ায় আদিবাসী যুবককে ব্যাপক মার তৃণমূলি পঞ্চায়েত সদস্যের

১০০ দিনের কাজের বকেয়া টাকা চাইতে গিয়ে তৃণমূল নেতার হাতে নৃশংসভাবে মার খেলেন এক আদিবাসী যুবক। রবিবারের এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের মুখে উত্তপ্ত হয়ে উঠেছে লালমাটির জেলা পুরুল্যার রাজনীতি। বিজেপির দাবি, ভোটের মুখে আতঙ্ক ছড়াতে প্রশাসনের একাংশকে সঙ্গে নিয়ে হিংসা শুরু করেছে তৃণমূল।...

রাজ্য পুলিশের পরবর্তী ডিজি হতে চলেছেন বিবেক সহায়

রাজ্য পুলিশের নতুন ডিজি হচ্ছেন বিবেক সহায়। সোমবার দুপুরে রাজীব কুমারকে অপসারণের ২ ঘণ্টার মধ্যে তাঁকে নিয়োগ করল নির্বাচন কমিশন। এতদিন ডিজি কম্যান্ডিং জেনারেল হোমগার্ড পদে ছিলেন বিবেক সহায়। ওদিকে রাজীব কুমারকে তথ্য প্রযুক্তি দফতরে পাঠানো হয়েছে।আরও পড়ুন: মশাগ্রামকে বর্ধমান কর্ডলাইনের সঙ্গে জোড়ার কাজ...