Home ব্লগবাজি কুলবধূ যামিনী ~ প্রিয়াঙ্কা সরকার

কুলবধূ যামিনী ~ প্রিয়াঙ্কা সরকার

1
কুলবধূ যামিনী   ~  প্রিয়াঙ্কা সরকার

“কুলবধূ যামিনী “

প্রিয়াঙ্কা সরকার

 

যামিনী! কোথায় তুমি
গোপনীয় আলাপ আছে তোমার সাথে –
চন্দ্রের আলাপী নিশীথিনী আমি,
আমি যে কুলবধূ যামিনী।

আমোদ প্রমোদের সুখ,
অন্তরে চিন্তার আচ্ছাদন মুখ –
যেন বিষের যাবজ্জীবন কারাদণ্ড,
আমি কুলবধূ যামিনী। 
অস্তাচলে সূর্যের তাপ হ্রাস যখন,
পশ্চিমে ঢলে পড়েছে আলোর চিতা –
পার্থিব বিস্তুর অচৈতন্য মনন
আমি তখন দীপ্তিমুখর –
কুলবধূ যামিনী আমার।

অবগুণ্ঠন মোচন করলে অভিশাপ,
নিশির চন্দ্রকলা যে এক তেজের আলাপ –
তবে আমি শতমুখী কি করে?
আমি কুলবধূ যামিনী.
অখিল ব্রহ্মাণ্ডের আধার আমি,
ঠিক, আমি শক্তি –
কুলবধূ যামিনী ।

আমি সতী! মেলেচ্ছ ভাবনায়,
তাই না
অন্তরে মেশার নেশা দুর্নিবার। 
রূপে আমি মেহগনি,
নিশীথের মোহর আমি,
পতির আদরের মোচক আমি
কুলবধূ যামিনী।

অন্তর্দাহে কি আছে আমার?
বৃথা আস্ফালন তার,
নীরব যামিনীর চন্দ্রকলা যেন,
বোবা হতে হয় আমায় –
এ যে, যামিনী সৃজন আমার –
কুলবধূ যামিনী আমার।

কুলরক্ষা পায়,
জীবনের অনুভূতির স্খলন হয়
বোবা কান্না বেহুলার ঘাটে ঘাটে,
নিজেকে বেলায়।
আমিত্ব মাথা তোলে
বিস্তৃতির চন্দ্রকলা আজ দীপ্তিমুখর,
নিশীথের লালিমা সংবরণে,
কুলবধূ যামিনী আমার।

Leave a Reply to Anonymous Cancel reply

Please enter your comment!
Please enter your name here