Home আপডেট প্রথম বার বড় পর্দায় আসছে প্রোফেসর শঙ্কু

প্রথম বার বড় পর্দায় আসছে প্রোফেসর শঙ্কু

প্রথম বার বড় পর্দায় আসছে প্রোফেসর শঙ্কু

প্রথম বার বড় পর্দায় আসছে সত্যজিত্‍ রায়ের সৃষ্টি প্রোফেসর শঙ্কু ।টেকনোলজির বাড়বাড়ন্তে ছোটদের বই পড়ার প্রবণতা কমে গিয়েছে। ফলে অনেকেই শঙ্কু সম্পর্কে ওয়াকিবহাল নয়। সেই জায়গা থেকেই সন্দীপ রায় পরিচালিত ‘প্রোফেসর শঙ্কু ও এল্‌ ডোরাডো’ ছবিটিকে কেন্দ্র করে কিছু চমক দিতে চাইছে প্রযোজনা সংস্থা। এর জন্য তারা ব্যবহার করেছে অগমেন্টেড রিয়্যালিটি এবং ভার্চুয়াল রিয়্যালিটি টেকনোলজিকে।

নিয়ে এসেছে শঙ্কু ফ্লিপবুক। এটি ইন্টার‌্যাক্টিভ বই। বইয়ের পাতা থেকে উঠে আসবে ছবির ট্রেলার, কমিক স্ট্রিপ। মাঝে দরকার একটা মোবাইল। সেখানে শঙ্কু অ্যাপ ডাউনলোড করতে হবে। তা হলেই চাক্ষুষ করা যাবে শঙ্কুর অ্যানাইহিলিনের কেরামতি। থাকছে ভিআর হেডসেট, আইগিয়ার। সেখানে চোখ রাখলে দেখতে পাওয়া যাবে শঙ্কুর ল্যাবরেটরির অন্দরমহল ইত্যাদি। শহরের মাল্টিপ্লেক্স, সায়েন্স সিটি, ইকো পার্কে গেলে সন্ধান মিলবে কী ভাবে শঙ্কুর টেকনোলজি মিলে যাচ্ছে এখনকার সঙ্গে।