Home খেলাধুলো রেফারির ভুলে রুদ্ধশ্বাস ম্যাচে আইজল থেকে ‘খালি হাতেই’ ফিরতে হচ্ছে লাল-হলুদকে

রেফারির ভুলে রুদ্ধশ্বাস ম্যাচে আইজল থেকে ‘খালি হাতেই’ ফিরতে হচ্ছে লাল-হলুদকে

রেফারির ভুলে রুদ্ধশ্বাস ম্যাচে আইজল থেকে ‘খালি হাতেই’ ফিরতে হচ্ছে লাল-হলুদকে

∆ আইজল :- ৩

(ডোডো,জোহেরলিয়ানা,
লালখোপুইমাউইয়া)

∆ কোয়েস ইস্টবেঙ্গল :- ২

(জাস্টিন, বোরহা গোমেজ পেরেজ)

আইজলের কাছে ৩-২ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল।
নিশ্চিত গোল পেল না ইস্টবেঙ্গল রেফারির ভুলে। প্রশ্ন উঠল আই লিগের মতন প্রিমিয়ার ডিভিশন লিগে রেফারিংয়ের কোয়ালিটি নিয়ে। ফলে পাহাড় থেকে শূন্য হাতে ফিরতে হচ্ছে লাল-হলুদকে। বিমান দেড়িতে নামায় বিমান বন্দর থেকে হোটেলে পৌঁছনোর রাস্তায় পুরো দলকে আটকে থাকতে হয়েছে দু’ঘণ্টা। ফলে কিছুটা ক্লান্ত ও ছিল লাল-হলুদের ফুটবলাররা। ফলে প্রথমার্ধ কিছুটা সাদা-মাটা হলেও দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটে হল চার গোল।

ম্যাচের প্রথমার্ধে হলুদ কার্ড হল বেশ কিছু। অ্যালবার্টকে অন্যায়ভাবে ফাউল করে হলুদ কার্ড দেখেন অধিনায়ক লালরিনডিকা রালতে। ২৬ মিনিটে ম্যাচের ১ম গোল করে আইজল। আইজল এফসিকে এগিয়ে দেন ডোডো জিকাহি।
৪০ মিনিটে চুলোভার সরাসরি ফ্রি কিক থেকে বল গোলের ভিতর ড্রপ খেয়ে বেরিয়ে আসে বল। ইস্টবেঙ্গল প্লেয়াররা গোলের আবেদন করলেও বিতর্কিত ভাবে গোল দেননি রেফারি।

দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে চুলোভার ফ্রিকিক থেকে হেডে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান জবি জাস্টিন।। ৭১ মিনিটে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে এগিয়ে দেন বোরহা গোমেজ পেরেজ। ৭৬ মিনিটে জো জোহেরলিয়ানা ও ৮৩ মিনিটে লালখোপুইমাউইয়ার দুরন্ত ডান পায়ের শটে ৩-২ গোলে এগিয়ে যায় আইজল এফসি। ৬ ‘মিনিট অতিরিক্ত সময় পেয়েও ইস্টবেঙ্গল গোল করতে পারেনি।