Home খেলাধুলো যুবভারতীতে ফের হারের মুখ দেখল লাল-হলুদ বিগ্রেড

যুবভারতীতে ফের হারের মুখ দেখল লাল-হলুদ বিগ্রেড

যুবভারতীতে ফের হারের মুখ দেখল লাল-হলুদ বিগ্রেড

∆ মিনার্ভা পাঞ্জাব :- ১

( ওপোকু)

∆ কোয়েস ইস্টবেঙ্গল :- ০

মরসুমের আই লিগ শুরু হয়েছিল পাহাড়ে পরপর ২টি জয় দিয়ে। সমর্থকদের মুখের হাসি হয়েছিল চওড়া। এক দশক বাদে আই লিগের ট্রফি তাঁবুতে আশার স্বপ্নে বুঁদ ছিল লাল-হলুদ সমর্থকরা। কিন্তু মাত্র ৫ ম্যাচ পরেই পরপর ৩ কে ম্যাচে ইস্টবেঙ্গলের হারে একদিকে দর্শকরা যেমন বেজায় অখুশি তেমনি টাইটেল রেসে বেশ চাপে পড়ে গেল অ্যালেজান্দ্রোর ছেলেরা। রন্জ্ঞিত বাজাজের দলের সঙ্গে ম্যাচ পারদ চড়িয়েছিল । প্রথমার্ধে আধিপত্য নিয়েই খেলছিল সামাদরা। কিন্তু গোলের মুখ খুলতে ব্যর্থ হওয়াতে খেলার ফল ০-০ থাকে।

দ্বিতীয়ার্ধে ও আধিপত্য নিয়েই খেলা শুরু করে লাল-হলুদ। মিনার্ভা মাত্র ১৮ মিনিটের জন্য এডাফেকে মাঠে নামিয়ে ঠিক কি কারনে তুলে নেয় তা জানা যায়নি। তবে এডাফে যতক্ষন মাঠে ছিলেন মাঝমাঠে আধিপত্য নিয়ে খেলছিল ‘ওয়ারিয়র্সরা’। এডাফের উঠে যাওয়ার কিছু পরেই বা দিকের ফ্ল্যাঙ্ক দিয়ে মইনউদ্দিনের ডিফেন্স চেরা পাসে কিছুটা গোলরক্ষক উবেদের দোষেও গোল করে মিনার্ভাকে এগিয়ে দেন উইলিয়াম ওপোকু। এরপর ইস্টবেঙ্গল চেষ্টা করেও গোলের মুখ খুলতে ব্যর্থ হলে ১-০ ফলেই ম্যাচ হেরে যায় তারা। এই ম্যাচ জিতে লিগ টেবিলে ২ নম্বরে উঠে এল বাজাজের দলের ছেলেরা।