Home আপডেট Ration Scam Latest Update: বাংলা জুড়ে ১২০০০ ‘বাকিবুর’, রেশন দুর্নীতির মাস্টারমাইন্ড বালু নিজেই, দাবি ইডির

Ration Scam Latest Update: বাংলা জুড়ে ১২০০০ ‘বাকিবুর’, রেশন দুর্নীতির মাস্টারমাইন্ড বালু নিজেই, দাবি ইডির

Ration Scam Latest Update: বাংলা জুড়ে ১২০০০ ‘বাকিবুর’, রেশন দুর্নীতির মাস্টারমাইন্ড বালু নিজেই, দাবি ইডির

[ad_1]

এক বাকিবুরে হতবাক বাংলা। অবশ্য রাজ্য জুড়ে নাকি ১২ হাজার এমন বাকিবুর থাকতে পারে। এমনই দাবি করল ইডি। রেশন দুর্নীতি কাণ্ডে ইডির দাবি, ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজ্যের ১২ হাজারেরও বেশি ডিলার, ডিস্ট্রিবিউটর, রেশন দোকানের মালিকের নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল। এই নেটওয়ার্কের মাধ্যমে এই এক দশকে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ইডির। আর তদন্তকারীরা বলছেন, এই গোটা নেটওয়ার্কের মাস্টারমাইন্ড নাকি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই। ইডির বক্তব্য, যে পরিমাণের দুর্নীতি হয়েছে, তা খাদ্য দফতরের মদত ছাড়া করা অসম্ভব। (আরও পড়ুন: বিরাট স্টাইলে বাউন্ডারি মারল সরকার, কালীপুজোর আগে অবশেষে বাড়ল ডিএ)

জানা গিয়েছে, এর আগে বাকিবুরকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তাঁর শ্যালকের বাড়িতে তল্লাশি চালিয়ে যে নথি উদ্ধার হয়েছিল, তার ভিত্তিতে প্রশ্নমালা তৈরি করে জেরা করা হচ্ছে বালুকে। আর মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে আরও যে সব তথ্য সামনে আসছে, তার ভিত্তিতে আরও অনেক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। এই আবহে গত শনিবারই উলুবেড়িয়া, হাওড়া, উত্তর ২৪ পরগনার একাধিক চালকল, আটাকলে তল্লাশি অভিযান চালায় ইডি। এদিকে জানা গিয়েছে, কলকাতার জগদীশচন্দ্র বসু রোডে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামক একটি প্যাকেটজাত আটা তৈরির সংস্থার অফিসেও হানা দিয়েছিল ইডি। সেখান থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই সংস্থার মালিক অঙ্কিত চন্দ্র জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

এদিকে ইডি সূত্রে দাবি করা হয়েছে, সল্টলেকের একটি বাড়িতে জ্যোতিপ্রিয় ও বাকিবুরের বৈঠক হত। ইডির তথ্য অনুযায়ী, বৈঠক হওয়া বাড়িটা একজন প্রোমোটারের। জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয় সেখানে আসত। ওখানে বাকিবুর রহমানের সঙ্গে বৈঠক চলত। খাদ্য ভবন থেকে বেরিয়ে কনভয় করে ওই বাড়িতেই আসতেন জ্যোতিপ্রিয় মল্লিক। গোটা বাড়িতেই ছিল সিসিটিভি।

প্রসঙ্গত, গত সপ্তাহে ২৭ অক্টোবর ভোর রাত ৩টে নাগাদ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়েছিলেন ইডি গোয়েন্দারা। উল্লেখ্য, রেশন বণ্টন দুর্নীতিতে বাকিবুর রহমানের গ্রেফতারির পর বার বার উঠে এসেছিল জ্যোতিপ্রিয়র নাম। এর আগে বাকিবুরের এক হোয়াটসঅ্যাপ চ্যাটে ইডি পড়েছিল – ‘MIC’-কে টাকা দিয়েছেন তিনি। এই ‘MIC’ আদতে মিনিস্টার ইন চার্জ বা তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেই মনে করছেন তদন্তকারীরা। এদিকে মন্ত্রীর কনভয়েই নাকি বাকিবুরের গাড়ি থাকত।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here