Home আপডেট Reply of ED on SSKM: এসএসকেএমকে বিশ্বাস করি না, আদালতে বিস্ফোরক জবাব দিল ইডি

Reply of ED on SSKM: এসএসকেএমকে বিশ্বাস করি না, আদালতে বিস্ফোরক জবাব দিল ইডি

Reply of ED on SSKM: এসএসকেএমকে বিশ্বাস করি না, আদালতে বিস্ফোরক জবাব দিল ইডি

[ad_1]

গত কয়েকবছর ধরে একেবারে চেনা ছকে বৃত্ত সম্পূর্ণ হয়েছে। একের পর এক নেতা মন্ত্রী, মন্ত্রী ঘনিষ্ঠরা ধরা পড়েছেন। এরপর তারা ঘুরে ফিরে আশ্রয় নিয়েছেন সেই এসএসকেএমে। যেমন করে হোক তারা এসএসকেএমে যাওয়ার জন্য তৎপর। বর্তমানে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কাকু আর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু রয়েছেন এসএসকেএমে। এদিকে সেই এসএসকেএম হাসপাতালের উপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে কোনও ভরসা নেই সেকথা আদালতে স্পষ্টভাবে জানিয়ে দিলেন ইডির আইনজীবী।

এর আগে ধৃত নেতাদের এভাবে এসএসকেএম যাত্রাকে ঘিরে প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতৃত্ব। তবে সম্প্রতি এসএসকেএমে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনে সিসি ক্যামেরার নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তার আইনজীবী। এরপর আদালত জানায়, কেন্দ্রীয় বাহিনী থাকলেও কি সিসি ক্যামেরার নজরদারির প্রয়োজন?

এনিয়ে ইডির আইনজীবী জানিয়ে দেন, এসএসকেএমকে বিশ্বাস করি না। একেবারে বিস্ফোরক জবাব দিলেন ইডির আইনজীবী। আদালত জানিয়েছে, রেজিস্টার থাকবে , সবাইকে দেখা করতে দেবেন না।

তবে এদিনের বিষয়টি জ্যোতিপ্রিয় মল্লিক কেন্দ্রিক হলেও এই প্রসঙ্গে সামনে আসছে কাকুর প্রসঙ্গও। কাকুও তো আছে এই এসএসকেএমে। সূত্রের খবর, এবার বাইপাস অপারেশন হওয়া কাকুর মানসিক চাপ মেপে দেখবেন চিকিৎসকরা।

বিরোধীদের দাবি, এসএসকেএম হল ধৃত নেতা মন্ত্রীদের কাছে একেবারে নিরাপদ আশ্রয়। আর সেই এসএসকেএমের ভূমিকা নিয়েই বিরাট সংশয়ের কথা তুলে ধরলেন ইডির আইনজীবী। তিনি পরিষ্কার জানিয়ে দেন, এসএসকেএমকে বিশ্বাস করি না। একেবারে বিস্ফোরক জবাব দিলেন ইডির আইনজীবী। আদালত জানিয়েছে, রেজিস্টার থাকবে , সবাইকে দেখা করতে দেবেন না।

রাজ্যের অন্য়তম সেরা হাসপাতাল বলে পরিচিত এসএসকেএম। দূর দূরান্ত থেকে আসা মানুষ কেবলমাত্র একটু চিকিৎসা পাওয়ার জন্য আসেন এসএসকেএমে। আর সেই এসএসকেএমে আশ্রয় নিচ্ছেন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া নেতা কর্মীরা। তারপর থেকে আর কার্যত তাদের নাগাল পাচ্ছে না ইডি। এসএসকেএমের ভূমিকা নিয়েও এবার প্রশ্ন তুলে দিলেন আইনজীবী। বলা ভালো এসএসকেএমের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিল ইডি।

তবে জ্যোতিপ্রিয় এর আগে জানিয়েছিলেন, ‘আমি চক্রান্তের শিকার। বিজেপি আমায় ফাঁসিয়েছে। মমতাদি-অভিষেক সব জানে। আমি দলের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।’

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here