
চুরি হল সেন্ট পলস ক্যাথিড্রালে। দুষ্কৃতীরা ক্যাথিড্রালে ঢুকে অবাধে লুঠপাট চালায়। খোয়া গেছে কিছু অ্যান্টিক এবং হেরিটেজ জিনিসপত্র ,তিনটি পিতলের প্রদীপ, দু’টি ঝোলানো আলো, ধাতব নেমপ্লেট। ডোনেশন বাক্স ভেঙে লুট করা হয়েছে জমা পড়া টাকাও। হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্তে নেমেছে পুলিশ।
Facebook Comments