Home লাইফস্টাইল রোটার‍্যাক্ট ক্লাব এবং গ্লোবাল কিচেনের উদ‍্যোগে উদযাপিত হল শিক্ষক দিবস

রোটার‍্যাক্ট ক্লাব এবং গ্লোবাল কিচেনের উদ‍্যোগে উদযাপিত হল শিক্ষক দিবস

রোটার‍্যাক্ট ক্লাব এবং গ্লোবাল কিচেনের উদ‍্যোগে উদযাপিত হল শিক্ষক দিবস

দিয়ে রেরোটার‍্যাক্ট ক্লাব (কলকাতা মিড সাউথ) এবং গ্লোবাল কিচেনের উদ‍্যোগে উদযাপিত হল এক অভিনব উপায়ে শিক্ষক দিবসকে স্মরন করার অনুষ্ঠান। কলকাতার অলি-গলি এবং বস্তিতে বসবাসকারী ১৫ জন আন্ডারপ্রিভিলেজড শিশুকে নিয়ে দক্ষিন কলকাতার এক অভিজাত মলে আয়োজন করা হয়েছিল এই অভিনব শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠান।


রোটার‍্যাক্ট ক্লাবের (এক অলাভজনক সংস্থা) উদ‍্যোগে কলকাতার বুকে সমাজের অবহেলিত শ্রেনীর মানুষ জনকে অনাবিল আনন্দ প্রদানের উদ্দেশ্যে এর আগেও অনেক অনুষ্ঠান হয়েছে যার মধ‍্যে উল্লেখযোগ্য এই বছরের ২৫ শে মার্চের ‘দি ড্রিমার’ নামক অনুষ্ঠানটি।


আর এই মহৎ উদ্যোগকে সফল করতে এগিয়ে এসেছে ফুড এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের অন‍্যতম লিডার গ্লোবাল কিচেন।এই অনুষ্ঠানের খাবার এবং হসপিটালিটির সমস্ত দায়িত্ব সামলেছেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর সংঘমিত্রা মুখার্জি (গোখেল গ্রুপ অফ ইনস্টিটিউশান), টলিউড অভিনেত্রী রাইমা সেন, আরিয়ান ভৌমিক,আদ্রিজা রায় প্রমুখ।