Home ব্লগবাজি জীবাশ্ম ~ শৈলেন রায়

জীবাশ্ম ~ শৈলেন রায়

0
জীবাশ্ম  ~   শৈলেন রায়

জীবাশ্ম
যত দ্রুত তুমি লক্ষ্যভেদ কর
গতি আজ তার চেয়েও বেশি.
ছুটন্ত বুলেট আর মিসাইলের
তফাৎ ভাব আর ভক্তির মত।
সারাটা আকাশ জুড়ে আজ
হজার লেজার-রস্মির বিচিত্র খেলা,
মূহুর্মূহু আকাশ-ভেদী তোপ
আতসবাজির রঙিন মালার বাহার,
কার্বনের দূর্ভেদ্য ধোঁয়ায়
সমাধী রচনা হয় আকাশে মাটিতে।
বেশি বেশি সিগারেট রোজ রাতে
একটি করে ঘুমোব বড়ি
স্বপ্নে রকেটের আর্তনাদ পৃথিবীর বুকে
দমচাপা বুক চূর্ণ বিচূর্ণ হয়,
বিকলাঙ্গ বিবেক বকুল ঝরতে দেখে
লক্ষ্যভ্রষ্ট হও বার বার।
জীয়ন মন্ত্র বুকে নিয়ে,দাগ কাট
ঐ পাথরের বুকে,ফরেন্সিক রিপোর্ট
আর জীবাশ্মের ভিড়ে যদি কোন দিন
খুঁজে পাও–দেখবে সেখানে-বাদুর মায়ের-
বুকে দু’টি ছানা চেপে বসে আছে
স্নেহ স্বপ্ন মায়া আছে ঐ পাথরের বুকে।।
——————————-
শৈলেন রায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here