Home ব্লগবাজি নিস্তরঙ্গ ~ শৈলেন রায়

নিস্তরঙ্গ ~ শৈলেন রায়

0
নিস্তরঙ্গ   ~    শৈলেন রায়
নিস্তরঙ্গ

শৈলেন রায়

আমার সামনে একটা নদী
এ নদীর স্রোত যেন বাতাসের মত
স্পর্শ দিয়ে যায়, আঘাত করে না।
          বসে থাকি পারে
ওপারের বার্তা আসে কর্ণকূহরে
          বার্তাবহ ফিরে যায়
          নদী ঢেউ তোলে।।
তোমার আঁচল যেমন অকারণে কাঁপে -
সে কাঁপন ছুয়ে যায় সময়ের বুক,
তেমনি ঢেউয়ের মাথায় চিক্ চিকে রোদ
লাজুক পলকে যেন বিজলী ছড়ায়।
জলের গভীরে ডুবুরি এ মন
ঝাঁপ দিয়ে তোলপাড় করে না এখন।
নিস্তরঙ্গ বয়ে যাবে -
সেই আশা নিয়ে বসে থাকি জল স্পর্শ করে
এ স্পর্শসুখ জীবনের সব পাওয়া পরিপূর্ণ করে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here