
বিরাট আর্থিক লোকসানের সম্মুখীন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এপ্রিল–জুন কোয়ার্টারে ক্ষতির পরিমাণ ৪৮৭৬ কোটি টাকা। ফলে নিম্নমুখী এসবিআইয়ের শেয়ার।অনাদীয় ঋণ, নিম্নগামী ব্যবসায়িক লাভ এবং বন্ডের বৃদ্ধির নেগেটিভ হওয়ার ফলেই ক্ষতির কারণ বলে জানালেন এসবিআই কতৃপক্ষ। ব্যাঙ্কের সুদ ও অন্যান্য খাতে আয় ২৪ শতাংশ বেড়ে ২১,৭৯৮ কোটি টাকায় হয়েছে।
Facebook Comments