Home খেলাধুলো ঘোষণা হল আইসিসির ভবিষ্যৎ ক্রীড়াসূচি…

ঘোষণা হল আইসিসির ভবিষ্যৎ ক্রীড়াসূচি…

ঘোষণা হল আইসিসির ভবিষ্যৎ ক্রীড়াসূচি…

ওয়েব ডেস্কঃ ২০১৯ সালের জুলাইয়েই শুরু হবে ৯টি সেরা টেস্ট খেলিয়ে দেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ। ২০১৯’র জুলাইয়ে ভারতের প্রথম প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ সালের ১৫ জুলাই থেকে ২০২১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এই লিগ। প্রতিটা দল হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ৬টা সিরিজ খেলবে। সেরা দুটো দল খেলবে ফাইনাল।
এছাড়াও রয়েছে ১৩ দলের ওয়ান ডে লিগেরও সূচি। ওয়ান ডে লিগ শুরু হবে ২০২০ সালের মে মাসে। চলবে ১ মে ২০২০ থেকে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত।১২টা টেস্ট খেলিয়ে দেশ এবং হল্যান্ড অংশ নেবে ওয়ান ডে লিগে। প্রতিটা দল ৮টা সিরিজ খেলবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে।  ভারতের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় ওয়ান ডে বিশ্বকাপের ছাড়পত্র মিলবে এই টুর্নামেন্ট থেকেই। আয়োজক ভারত ও সেরা সাতটি দল সরাসরি যাবে বিশ্বকাপে। বাকি ৫টা দলকে যোগ্যতাপর্ব খেলতে হবে।