Home আপডেট Seikh Sahjahan: শাহজাহানের বিরুদ্ধে দায়ের সমস্ত FIR ও চার্জশিট পুলিশকে জমা দিতে বলল হাইকোর্ট

Seikh Sahjahan: শাহজাহানের বিরুদ্ধে দায়ের সমস্ত FIR ও চার্জশিট পুলিশকে জমা দিতে বলল হাইকোর্ট

Seikh Sahjahan: শাহজাহানের বিরুদ্ধে দায়ের সমস্ত FIR ও চার্জশিট পুলিশকে জমা দিতে বলল হাইকোর্ট

[ad_1]

সন্দেশখালির তৃণমূলি মাফিয়া শেখ শাহজাহানের ওপর আরও বাড়ল আইনি চাপ। এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে রাজ্যের সমস্ত থাকায় দায়ের সমস্ত FIR ও তার ভিত্তিতে পেশ করা চার্জশিট চেয়ে পাঠাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সন্দেশখালির মহিলাদের অভিযোগের ভিত্তিতে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের দায়ের করা মামলায় এই নির্দেশ দেয় আদালত। এদিন আদালতে চার্জশিটের কপি চেয়েছে ইডি।

আরও পড়ুন: মিথ্যে কথা বলার একটা লিমিট থাকা উচিত: মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার আদালতে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, সন্দেশখালির পরিবেশ এখনও মহিলাদের জন্য নিরাপদ নয়। সেখানে এক শেখ শাহজাহান গ্রেফতার হলেও এরকম আরও অনেকে রয়েছে। তাদের ভয়ে মহিলারা এলাকা ছাড়ছেন। তাই সন্দেশখালিকাণ্ডের প্রকৃত তদন্তের প্রয়োজনে বিচার বিভাগীয় কমিশন গঠন প্রয়োজন।

প্রিয়াঙ্কার সওয়াল শুনে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে ও তার ভিত্তিতে কী চার্জশিট পেশ হয়েছে তা আগে খতিয়ে দেখা প্রয়োজন। সেজন্য রাজ্য পুলিশকে শাহজাহানের বিরুদ্ধে দায়ের সমস্ত FIR ও তার ভিত্তিতে আদালতে পেশ করা চার্জশিট মুখবন্ধ খামে এজলাসে পেশ করতে নির্দেশ দেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন: BJPকে ভাষাজ্ঞান শেখাতে শেখাতে প্রকাশ্য মঞ্চে ‘শা*’ বলে ফেললেন মমতা

প্রধান বিচারপতির নির্দেশ শুনে ইডির আইনজীবী বলেন, ওই চার্জশিট ও FIRগুলির কপি আমাদেরও প্রয়োজন। তখন রাজ্যের আইনজীবী প্রশ্ন করেন, ইডি আর্থিক দুর্নীতির তদন্ত করছে। তাদের শাহজাহানের বিরুদ্ধে দায়ের FIRএর কপি কেন প্রয়োজন। জবাবে ইজির আইনজীবী বলেন, আর্থিক দুর্নীতির বৃহত্তর তদন্তে এই FIR ও চার্জশিটের কপিগুলি তাদের লাগবে।

বলে রাখি, ইতিমধ্যে শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালি ও ন্যাজাট থানায় দায়ের একাধিক FIRএর তদন্ত শুরু করেছে ইডি। তার মধ্যে গত ৮ ফেব্রয়ারি রেখা পাত্রের বিরুদ্ধে দায়ের FIR রয়েছে বলে সূত্রের খবর।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here