Home খেলাধুলো চাংগনে শুটিং বিশ্বকাপে রুপো জয়ী ভারতের শাহজার

চাংগনে শুটিং বিশ্বকাপে রুপো জয়ী ভারতের শাহজার

চাংগনে শুটিং বিশ্বকাপে রুপো জয়ী ভারতের শাহজার

চাংগনে বিশ্বসেরা শুটারদের সঙ্গে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রুপো জিতলেন শাহজার রিজভী।

কোয়ালিফাইং রাউন্ডে ষষ্ঠ স্থানে থেকে ফাইনালে উঠেছিলেন শাহজার৷ যোগ্যতা অর্জন পর্বে  স্কোর ছিল ৫৮২৷ ফাইনালে চূড়ান্ত স্কোর হয় ২৩৯.৮৷ ২৪০ পয়েন্ট স্কোর করে এই ইভেন্টের সোনা জেতেন রাশিয়ার অর্টেম শার্নৌসোভ৷ বুলগেরিয়ার সামুয়িল ডোনকোভ ২১৭.১ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ পদক জেতেন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here