Home ব্লগবাজি নীল ~ শৈলেন রায়

নীল ~ শৈলেন রায়

0
নীল    ~   শৈলেন রায়
নীল
শৈলেন রায়

কালো কালো রাতে নীল নীল আলো
আমার ভালোলাগে,তোমার?
তুমি তো নীল শাড়ী পরো,
নীলাকাশ দেখতে ভালোবাসো ,
তুমি কি জানো শিরায় নীল রক্ত আমার?

ব্যাঙ্কের পাশবুকে নীলরক্ত মলাট!
আপডেট করিয়েছি কাল,
ভেতরে গোটাকতক শূণ্য পড়ে আছে।
নীল শার্টের পকেটে এ টি এম কার্ড অসহায়
বলতে চাই 'সব ঝুট্ হ্যায়'----
চেপে যাই যদি শুনে ফেলো,
যদি পাগল ভাবো আমায়।

ওই নীল পাহাড়ে দুজনে বেড়াতে যাবো
থাকবো ক'দিন ,তুমি বললে -
পাহাড় আমি বড্ড ভালোবাসি।
ওটা ভালোলাগাই থাক্।
বরং নীল-সমুদ্রেই চলো,
সমুদ্রের নীল জলে দুজনে ভেসে যাবো
ধূসর-নীল দিগন্তের দিকে।

তোমার চোখের মনি তে নীল রঙ লাগিয়ে
অনন্ত কাল আমি তাকিয়ে থাকতে পারি।
আমার ড্রইং রুমে সামান্য আসবাব
যা এখনও ঠিক অাছে,
নীল আলোয় তা মন্দ লাগে না।
সে ঘরে তুমি আসো নি কোনোদিন।

না এসে ভালোই করেছ
তোমার চোখে বিষন্নতার যতটুকু অবশিষ্ট আছে
সেটুকু তোমার জন্য থাক,
আমি তো জানি জীবনের সব রঙ-
ঘেঁটে গেছে বাস্তবের চাকার তলায়
আমি দুর থেকে তাকিয়ে দেখবো
নীল রঙা গ্রীল ,নীল আলো ভরা ব্যালকনী তে
নীল রঙ বেতের চেয়ারে
নীল শাড়ী পরে তুমি একা,
নীল আঁচল তোমার পতপত্ ওড়ে
যেন বিজয় পতাকা।

দেখা হয় তোমার সাথে যখন ,
তখন চুরি করে তাই নিয়ে যাই তোমায়
নীল-দিগন্তের দিকে।
যেখানে শব্দ হীন একটা পৃথিবী
সেইখানে বেদনার রঙ মেখে
মেঘের মতন ভেসে থাকি আমরা দুজন।

তোমার মনটা নীল,
আমার মনটা নীল,
হোক না তা ফ্যাকাশে বা গাঢ়।
আকাশ-সমুদ্র যেমন সাদা-নীলে মাখামাখি
তুমি ও কি তেমন হতে পারো?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here