Home ঘুরে আসি ঘুরে আসি ~ শিকিয়াঝোরা-র অন্দরমহলে

ঘুরে আসি ~ শিকিয়াঝোরা-র অন্দরমহলে

ঘুরে আসি ~ শিকিয়াঝোরা-র অন্দরমহলে

বহুদিন ধরে Biplab এর ডাক এলেও সাড়া দিতে পারিনি৷ কিন্তু এবার Dooars হঠাৎ করে ঠিক করায় শিকিয়াঝোরা কে লিস্টে ফেলে দিলাম।।সুনিশ্চিত হয়েই বিপ্লব কে মুঠোফোনে ধরলাম।।বেজায় খুশি সে।।।দলগাঁও, রংগো,কুমাই হয়ে গন্তব্য শিকিয়াঝোরা।।।

Image may contain: tree, outdoor, nature and water

বক্সা র পাশ দিয়ে বয়ে চলা ঝোরা।।।শিকিয়াঝোরা র একটা অদ্ভুত আবেদন আছে যা সারা Dooars এও মেলে না।।।জংগলের বুক চিরে একে বেকে বহতা ঝোরা, কখন ও গাছের পাতা বা কখন ও শুকনো ডাল আপনার চোখে মুখে ওয়েলকাম জানিয়ে চলে যাবে।।

Image may contain: tree, sky, outdoor and nature

।ভাগ্য সুপ্রসন্ন হলে বেশ কিছু বসবাস কারী দেখাও মিলতে পারে৷ সে মিলুক না মিলুক কিন্তু শিকিয়াঝোরা র বোট রাইড জীবনেও ভুলতে পারবেন না।৷ প্রসঙ্গত বলি শিকিয়াঝোরা কে Amazon of Bengal ও বলা হয় আদর করে।।কারণ তার Biodiversity এর জন্য।।

Image may contain: tree, plant, sky, grass, outdoor and nature

৷ সকাল নটা থেকে বোট রাইড শুরু হলেও শেষের টা করার চেষ্টা করবেন মানে বিকেল চারটের টা।। গলিত সূয্যিমামা র পাতার ফাঁকে উঁকি মনের কোনে দোলা দিয়ে যায়।।।

Image may contain: sky, outdoor, nature and water

৷৷ থাকার জন্য বিলাস বহুল Maa greenery view বেশ ভাল।।মিনিট কুড়ির হাটা পথ শিকিয়াঝোরা র বোট রাইড অঞ্চল।।।

Image may contain: plant, tree, sky, flower, grass, outdoor and nature

Resort তিন দিক থেকে চা বাগানে ঘেরা।।।আর এক দিকে বক্সা ফরেস্ট।। ওয়াচটাওয়ারের উপর থেকে ল্যান্ডস্কেপ জাস্ট ফাটাফাটি।।।

Image may contain: house, sky and outdoor

খাওয়া দাওয়া ও বেশ সুস্বাদু।।তবে বুকিং টা sat,sun তে এড়িয়ে চলবেন।।স্থানীয় দের উইকেন্ড এ ভীড় হয় ফলে প্রাইভেসি বিঘ্নিত হয়।।।

Image may contain: plant, tree, outdoor, nature and water

উইক ডে তে এলে এর রূপ উপভোগ্য বেশ।।।পুরো ট্রিপ টার conduct করার জন্য বিপ্লব কে অশেষ ধন্যবাদ জানাই।।।Dooars মানেই ওর জায়গা, যেখানে ওর আধিপত্য নিয়ে কোন প্রশ্ন নেই।।।

Image may contain: tree, sky, outdoor and nature

Tariff charges 3000-5500 সব ই কন্টিনেন্টাল প্ল্যান৷

for booking contact Biplab dey 9733454779

Image may contain: tree, sky, plant, outdoor and nature

ছবি সৌজন্য~ সঞ্জয় সিকিমিজ্‌ গোস্বামী