
ওয়েব ডেস্কঃ ঘোর সংকটে শিমলা৷ সেখানে জলের অভাব দিন দিন বেড়েই চলেছে৷ জলসঙ্কট মেটাতে শিমলা পুরসভা থেকে জল সরবরাহ করা হচ্ছে৷ জল নিয়ে মারামারি না হয় তার জন্য নামানো হয়েছে পুলিশ৷ ৭০ জন পুলিশের সাহায্যে জল সরবরাহ করে শিমলা পুলসভা৷ তবে অভিযোগ, শিমলা পুরসভা জলসংকট মোকাবিলায় সেভাবে জোর দিচ্ছে না। যার জেরে দফায় দফায় বিক্ষোভও দেখানো হয়েছে। শিমলা–কালকা সড়ক অবরোধও করেছে বিক্ষুব্ধ জনতা। যদিও শিমলা পুরসভার দাবি, পরিস্থিতিকে হাল্কা করে দেখানোর কোনও প্রশ্নই নেই। ১৪টি জলের ট্যাঙ্কার ও জলবাহী ৮টি গাড়িকে পুরএলাকায় নিয়মিত ব্যবধানে ঘোরানো হচ্ছে। জলের চাহিদার ভিত্তিতে গোটা শহরকে তিনভাগে ভাগ করা হয়েছে।
শৈলশহরের অবস্থা এতটাই খারাপ যে, সেখানে পর্যটকদের আসতে বারণ করছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতির অবনতি ঘটছে অতিদ্রুত। প্রশাসনের আশংকা, জলের অভাবকে কেন্দ্র করে এবার লেগে যেতে পারে দাঙ্গাও। সেই ভয় থেকেই মোতায়েন করা হয়েছে পুলিস। শিমলা গ্রীষ্মউৎসবও অনির্দিনিষ্ট কালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। ১ জুন এই উৎসব শুরু হওয়ার কথা ছিল। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি এলাকায় একটি করে জলের ট্যাঙ্কার সবসময়েই থাকছে। এদিকে জনতার অভিযোগ, বড় হোটেল ও ভিআইপি–দের দেখাশোনা করা ছাড়া পুরসভা কোনও কাজ করছে না।