Home খেলাধুলো মান্ধানাকে বর্ষসেরা নির্বাচিত করল আইসিসি

মান্ধানাকে বর্ষসেরা নির্বাচিত করল আইসিসি

মান্ধানাকে বর্ষসেরা নির্বাচিত করল আইসিসি

২০১৮ ক্যালেন্ডার বর্ষে আইসিসি’র বর্ষসেরা মহিলা ক্রিকেটার মনোনীত হলেন স্মৃতি মন্ধনা। পাশাপাশি বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারও হয়েছেন তিনি । টি-টোয়েন্টি একাদশের দলনায়িকা নির্বাচিত হয়েছেন হরমনপ্রীত ।

২০১৮ ক্যালেন্ডার বর্ষে ১২টি ওয়ান ডে ম্যাচে মন্ধনার সংগৃহীত রান ৬৬৯। ২৫টি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৬২২ রান। বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার আলিসা হিলি।

ঘোষণা করা হল ২০১৮ বর্ষসেরা ওয়ান ডে ও টি-টোয়েন্টি একাদশ। ওয়ান ডে দলনায়িকা হিসেবে মনোনীত হয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস। টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন ডান হাতি স্পিনার পুনম যাদব।

∆ আইসিসি’র বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ:

স্মৃতি মন্ধনা (ভারত),
আলিসা হিলি (উইকেটরক্ষক /অস্ট্রেলিয়া), সুজি বেটস (নিউজিল্যান্ড), হরমনপ্রীত কৌর (অধিনায়ক/ভারত), নাতালি স্কিভার (ইংল্যান্ড), এলিসে পেরি (অস্ট্রেলিয়া), অ্যাশলেই গার্ডনার (অস্ট্রেলিয়া), লেই ক্যাসপেরেক (নিউজিল্যান্ড), মেগান স্কাট (অস্ট্রেলিয়া), রুমনা আহমেদ (বাংলাদেশ), পুনম যাদব (ভারত)

∆ আইসিসি’র বর্ষসেরা ওয়ান ডে একাদশ:

স্মৃতি মন্ধনা (ভারত), ট্যামি বিউমন্ট (ইংল্যান্ড), সুজি বেটস (অধিনায়ক/নিউজিল্যান্ড), দান ভ্যান নিকের্ক (দক্ষিণ আফ্রিকা), সোফি ডিভাইন (নিউজিল্যান্ড), আলিসা হিলি (উইকেটরক্ষক /অস্ট্রেলিয়া), মারিজেন কাপ (দক্ষিণ আফ্রিকা), ডিন্ড্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), সানা মির (পাকিস্তান), সোফি একলেস্টন (ইংল্যান্ড), পুনম যাদব (ভারত)