জানেন কি? এই গুহায় আছে আস্ত একটি জঙ্গল, একটি নদী বিচ্‌, এক আলাদা বাস্তুতন্ত্র~ দেখুন সেই ভিডিও

জানেন কি? এই গুহায় আছে আস্ত একটি জঙ্গল, একটি নদী বিচ্‌, এক আলাদা বাস্তুতন্ত্র~ দেখুন সেই ভিডিও

২০১৩ সালে এই গুহায় পা পড়ে প্রথম অভিযাত্রীর, ৫কিমি লম্বা বিশ্বের সবথেকে বৃহৎ এই গুহার সন্ধান পান এক কৃষক। এর পর থেকেই বিজ্ঞানি এবং বিভিন্ন সংস্থা এখানে পাড়ি জমান খুঁজে পেতে পৃথিবীর বুকে এই নতুন পৃথিবীকে। মানুষের চোখের আড়ালে যেখানে লুকিয়ে ছিল একাধিক টিলা, একটি নদী, ঝর্না,  গাছে ভরা একটি রেইন-ফরেস্ট, আর অসংখ্য নাম না জানা প্রাণীর অজানা এক জগত।

গুহাটির ভিতর সবকিছু ঘুরে দেখতেই লেগে যাবে ৭ দিন সময়। ভিয়েতনাম এর son doong cave এমনি একটি গুহা যা চোখ কপালে তুলে দিয়েছে অনেক বিশেষজ্ঞের।

আসুন খবর ২৪ এর পাতায়ে দেখে নিন প্রকৃতির সেই অকৃত্রিম অজানা সৃষ্টিকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here