Home খেলাধুলো ভারত পেল তার প্রথম বাঙালি মহিলা ‘বাহুবলী’…

ভারত পেল তার প্রথম বাঙালি মহিলা ‘বাহুবলী’…

ভারত পেল তার প্রথম বাঙালি মহিলা ‘বাহুবলী’…
ওয়েবডেস্কঃ ইউরোপা ভৌমিক আর পাঁচটা সাধারন মেয়ের থেকে অনেকটাই আলাদা। তিনি মহিলাদের ‘মনোহর আইচ’। হ‍্যা একদম ঠিক শুনেছেন। তার  পেশিবহুল ‘বাহুবলী’র মতন শরীর নজর কেড়েছে সারা বিশ্বের। জাতীয় স্তর,আন্তর্জাতিক স্তরে দুজায়গাতেই সমানভাবে সাফল্য পেয়েছেন তিনি। উচ্চতা ৪ ফুট ১১ ইঞ্চি।
২০১৫ সালে কর্ণাটকে প্রথম বডিবিল্ডিং প্রতিযোগিতায় নামেন ইউরোপা। ১৯ বছরের ইউরোপা ভারত তথা এশিয়ার মধ্যে সর্বকনিষ্ঠ যিনিপেশাদার দেহ সৌষ্ঠব প্রতিযোগিতায় খ্যাতি অর্জন করেছে।
মনোহর আইচ কিংবা গুণময় বাগচির নাম আমরা বেশ শুনেছি। এবার সেই তালিকায় যুক্ত হল বাঙালি মহিলা বডি বিল্ডার নিউটাউনের ইউরোপার নাম।  ইউরোপা আন্তর্জাতিক মঞ্চে প্রথম বাঙালি মহিলা।
“লাইফ অফ পাই” সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে ইউরোপার নাম রাখা হয়েছে।মেয়ের জন্মের সময় দু’জনেই যে জাহাজে ছিলেন তার নাম ছিল ‘ স্যামপোল ইউরোপা’। জাহাজের নাবিকরা ঠিক করেছিলেন ছেলে হলে নাম হবে স্যাম ও মেয়ে হলে নাম হবে ইউরোপা। বাবা পরিমল ভৌমিক জাহাজের ক্যাপ্টেন,মা সুপর্ণা ভৌমিক গৃহবধূ।