Home আপডেট দুরন্ত জয় ~ অল ইংল্যান্ডের সেমিফাইনালে সিন্ধু…

দুরন্ত জয় ~ অল ইংল্যান্ডের সেমিফাইনালে সিন্ধু…

দুরন্ত জয় ~ অল ইংল্যান্ডের সেমিফাইনালে সিন্ধু…

ওয়েব ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ  কিদাম্বি শ্রীকান্তের হারে অল ইংল্যান্ডের পুরুষ বিভাগে আগেই ভারতের খেতাব জয়ের আশা ধাক্কা খেয়েছিল। সাইনার প্রথম রাউন্ডে হারে অল ইংল্যান্ডের খেতাব জয়ের জন্য প্রত্যাশা পূরণের দায়িত্ব বেড়েছিল পুসারলা সিন্ধুর। কোয়ার্টার ফাইনালে জাপানের ওকুহারার বিপক্ষে লড়াইটাও ছিল যথেষ্ট কঠিন। আপামর ভারতবাসীর সেই আশাকে বাঁচিয়ে রেখে সিন্ধু পৌঁছে গেলেন অল ইংল্যান্ডের সেমিফাইনালে। প্রকাশ পাদুকোন, পুলেল্লা গোপীচাদের পরে তৃতীয় ভারতীয় হিসেবে অল ইংল্যান্ডের খেতাব জয় থেকে আর মাত্র দুধাপ দূরে সিন্ধু। প্রথম গেমে রুদ্ধশ্বাস লড়াই করে ও ২০-২২ ফলে হারতে হয় সিন্ধুকে।

সাম্প্রতিক সময়ে ওকুহারার বিপক্ষে সিন্ধুর রেকর্ড ও খুব একটা সন্তোষজনক নয়। তাই প্রথম গেমে হার স্বাভাবিকভাবেই রক্তচাপ বাড়িয়ে দিয়েছিল ভারতবাসীর। দ্বিতীয় গেমে ও একটা সময় সিন্ধুর ব্যাকহ্যান্ডের উপর ওকুহারা চাপ বাড়ালেও গোপীচাদের পরামর্শে আরো বেশি করে স্মাশ শটের ব্যবহার বাড়ান সিন্ধু। ফল ও পান সাথে সাথেই। কঠিন লড়াইয়ের পর দ্বিতীয় গেমে ২১-১৮ ফলে জয়লাভ করেন সিন্ধু। তৃতীয় গেমে একটা সময় ১১-১৬ পয়েন্টে পিছিয়ে পড়েও দুরন্ত লড়াই করে ফিরে এসে ২১-১৮ ফলে তৃতীয় গেম নিজের দখলে নিয়ে ম্যাচ পকেটস্থ করেন সিন্ধু। অল ইংল্যান্ডের খেতাব জয়ের পথে সিন্ধুর সম্ভাব্য দুই “কাঁটা” স্প্যানিয়ার্ড ক্যারোলিন মারিন এবং চিনা প্রতিপক্ষ তাই-জু-ইং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here