
নিউক্যাসেলের বিরুদ্ধে প্রিমিয়র লিগে রুদ্ধশ্বাস জয় পেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। পিছিয়ে পড়েও ঘরের মাঠে ৩-২ গোলে কার্যত জয় ছিনিয়ে নিল মোরিনহোর ছেলেরা।
প্রথম ১০ মিনিটেই ম্যাঞ্চেস্টারকে দু’গোল দেয় রাফা বেনিতেজের ছেলেরা।৭ মিনিটে কেনেডির পর ১০’ ২য় গোল করেন মুতো। দু’গোলে পিছিয়ে থেকেই ঘরের মাঠে বিরতিতে যায় মোরিনহো’র ছেলেরা।
৭০ মিনিটে ফ্রি-কিক থেকে বিশ্বমানের গোল করে ম্যান ইউ’কে ম্যাচে ফেরান মাতা।৭৬’ মিনিটে পোগবা-মার্শিয়াল যুগলবন্দীতে সমতা ফেরায় ম্যান ইউ। দুরন্ত শটে বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন মার্শিয়াল। নির্ধারিত সময়ের শেষ মিনিটের গোলে ম্যান ইউ’র জয় নিশ্চিত করেন স্যাঞ্চেজ।
Facebook Comments