ওয়েব ডেস্কঃ বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক গৃহবধূ ও যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মার দিল গ্রামবাসীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। জানা গেছে গাড়ি মেকানিক ভানু সিং কাজে চলে গেলেই, ওই এলাকারই বাসিন্দা বাপি শেখ নামে এক যুবক ভানুর স্ত্রীর সঙ্গে দেখা করতে আসত প্রতিদিন। অপ্রীতিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসীরা। ওই যুবক ও গৃহবধূকে একটি ল্যাম্পপোস্টে দড়ি দিয়ে বেঁধে শুরু হয় বেধড়ক মার।চন্দ্রকোণার থানার পুলিশ এসে বিষয়টি দেখে এবং তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।
Facebook Comments