
ওয়েব ডেস্ক,নিজস্ব প্রতিনিধিঃ সিমলাপালের জঙ্গল জুড়ে ম্যারাথন চিরুনি তল্লাসি তবু দেখা মিলল না বাঘ মামার। প্রায় ১৫০ জনের দল পিঠাবাঁকড়া,চাঁদপুর,জামবনী ইত্যাদি এলাকাগুলিতে তল্লাসি চালায়। কোথাও কোথাও বাঘের পায়ের ছাপের চিহ্নও দেখা গেছে বলে জানা যায়। বন দপ্তরের কর্মীদের সাথে অভিযানে ছিলেন গ্রামবাসীরাও।
Facebook Comments