Home আপডেট Subhash Sarkar: ‘পয়া’ টোটো চালিয়েই লোকসভার প্রচার শুরু করলেন বিজেপির সুভাষ সরকার

Subhash Sarkar: ‘পয়া’ টোটো চালিয়েই লোকসভার প্রচার শুরু করলেন বিজেপির সুভাষ সরকার

Subhash Sarkar: ‘পয়া’ টোটো চালিয়েই লোকসভার প্রচার শুরু করলেন বিজেপির সুভাষ সরকার

[ad_1]

লোকসভা নির্বাচনকে ঘিরে গত শনিবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। বাংলায় ২০ জনের তালিকা প্রকাশ হয়েছে। তাতে এবারও বাঁকুড়া লোকসভা আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। আর প্রার্থী ঘোষণা হতেই লোকসভার প্রচারের ময়দানে নেমে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। প্রথম দিনে প্রচারে নেমেই সকলের নজর কাড়লেন। প্রথম দিনের প্রচারের জন্য বেছে নিলেন সেই ‘পয়া’ টোটো। ২০১৯ সালে ভাই অপুর টোটো চালিয়ে প্রচার নেমে জয়ী হয়েছিলেন সুভাষ সরকার। তাই এবারও প্রথম দিনের প্রচারে সেই ভাই অপুর টোটো চালালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় অর্থ তছরুপে CBI তদন্তে রাজ্যের অনুমতি দরকার নেই: সুভাষ সরকার                

শনিবার বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করার সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রশাসনিক কাজে দিল্লিতে ছিলেন। সোমবার বিমানে করে তিনি দিল্লি থেকে অন্ডালে আসেন। সেখানে বিজেপির নেতাকর্মী সমর্থকরা তাঁকে স্বাগত জানান। বাঁকুড়ায় পৌঁছানোর পর তাঁকে ঘিরে উচ্ছাসে মেতে উঠেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা । এরপর বাঁকুড়ায় নিজেই টোটো চালিয়ে প্রথমদিনের প্রচার চালালেন সুভাষ সরকার। তাঁকে ঘিরে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের শেষ ছিল না। রাস্তায় সর্বত্রই ফুল, মালা দিয়ে স্বাগত জানান কর্মী সমর্থকরা। এরপর সুভাষ সরকার হাজির হন বিজেপির বাঁকুড়া জেলা সাংগঠনিক কার্যালয়ে। সেখানেও দলীয় নেতা কর্মীরা তাঁকে স্বাগত জানান। বাঁকুড়ায় এসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিজে হাতে টোটো চালিয়ে প্রচার শুরু করে দেন। কেন টোটো চালালেন মন্ত্রী? সে প্রসঙ্গে তিনি জানান, তিনি ২০১৯ সালে ভাই অপুর টোটো চালিয়ে প্রচার করেছিলেন। অপু অসুস্থ থাকা সত্ত্বেও তাঁকে স্বাগত জানাতে এসেছেন। তাই এবারও অপুর পয়মন্ত সেই টোটো চালিয়েই মানুষের সঙ্গে জনসংযোগ করলেন।

সুভাষ সরকার দাবি করেছেন এবারও প্রচুর ভোটের ব্যবধানে তিনি জয়ী হবেন। সেই সংখ্যাটা কত? নির্দিষ্ট ভাবে তাও উল্লেখ করেছেন সুভাষ সরকার। তাঁর আশা এবার তিনি পৌনে ৪ লক্ষ ভোটে জয়ী হবেন। তিনি জানান, গত লোকসভা নির্বাচনে সুব্রত মুখোপাধ্যায়কে তিনি প্রায় পৌনে ২ লক্ষ ভোটে হারিয়েছিলেন। আর এবার সেই সংখ্যাটা পৌনে ৪ লক্ষ হয়ে যাবে। তাঁর মতে, বাঁকুড়ায় বিজেপির কোনও প্রতিদ্বন্দ্বী নেই।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here