বিংশ শতকের শেষার্ধে আবির্ভূত এক প্রথিতযশা বাঙালি সাহিত্যিকের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন 

0
বিংশ শতকের শেষার্ধে আবির্ভূত এক প্রথিতযশা বাঙালি সাহিত্যিকের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন 

“এই নদী গৌতম বুদ্ধকে দেখেছিল

পরবর্তী বারুদের আস্তরণও গায়ে মেখেছিল

এই নদী তুমি ।“

 

করপুটে শ্রদ্ধা স্মরণ “নীললোহিত “ সুনীল গঙ্গোপাধ্যায় ।

( ১৯৩৪ , ৭ সেপ্টম্বর – ২৩ অক্টোবর ২০১২)

নীললোহিত , সনাতন পাঠক এবং নীল উপাধ্যায়  নামে বিবিধ সাহিত্য মননে  স্মরণীয়  হয়ে আছেন ।

“আমার ভালোবাসার কোন জন্ম হয় না

মৃত্যু হয় না –

কেননা আমি অন্যরকম  ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলেন “

সত্যই তাই আজ  সেই প্রথিত যশা ব্যক্তিত্বকে স্মরণ করব আমরা। তিনি বহুমুখী সত্ত্বায়  কবি , ঔপন্যাসিক , ছোটগল্পকার , সম্পাদক , সাংবাদিক ও কলামিস্ট হিসাবে আত্মসারস্বত সাধনায় সাহিত্যকে যথার্থ সম্বৃদ্ধ করেন ।আধুনিক বাংলার জীবনানন্দের পরবর্তী এক অনন্য পুরোধা তিনি ,আধুনিক ও রোমাণ্টিকতায় , এখানেই হয়ত কবির কলম শ্রদ্ধা । উল্লেখ্য “ হঠাৎ নীরার জন্য “ রাত্রির রঁদেভূ , শ্যামবাজারের মোড়ের আড্ডা , “অরণ্যের দিনরাত্রি”, “মনের মানুষ “ ।

শিশুসাহিত্যে “কাকাবাবু – সন্তু “ গোয়েন্দা সিরিজের রচয়িতা । এমন বাস্তব মনের করণ আর ভাবের ভাষা নিবন্ধে আমরা তাঁকে স্মরণ করি বার বার । সাহিত্যের ভূমে মন আর সামাজিকতা ছেড়ে পাঠ নয় । তবে এ পাঠ যে সাহিত্য মনের করণে নারী পুরুষ , বিচার ভেদে মানুষের মনের কথা ব্যক্ত করে সেই পাঠের পাঠক হিসাবে আমরা গর্ব অনুভব করি ।

“দিগন্ত থেকে ভেসে আসছে বিসর্জনের সুর –

ঘুম ভাঙার ভপর যেন আমার মন ভালো হয়ে যায় ।“  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here