Home আপডেট Suvendu Adhikari: এটা একটা বড় আর্থিক দুর্নীতি, ভোটারদের একধরণের ঘুষ, অভিষেক-ভাতা নিয়ে শুভেন্দু

Suvendu Adhikari: এটা একটা বড় আর্থিক দুর্নীতি, ভোটারদের একধরণের ঘুষ, অভিষেক-ভাতা নিয়ে শুভেন্দু

Suvendu Adhikari: এটা একটা বড় আর্থিক দুর্নীতি, ভোটারদের একধরণের ঘুষ, অভিষেক-ভাতা নিয়ে শুভেন্দু

[ad_1]

নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ত হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘বার্ধক্য ভাতা’ বিতরণকে ‘গণতন্ত্রের জন্য উদ্বেগজনক’ বললেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে যাদের অনুদানে এই ভাতা দেওয়া হচ্ছে বলে অভিষেক দাবি করেছেন, তাঁদের তালিকা প্রকাশ্যে আনার দাবি জানালেন তিনি। রবিবার নেতাইয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লালগড়ে মোমবাতি মিছিল করেন শুভেন্দুবাবু। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।

এদিন বিরোধী দলনেতা বলেন, ‘শুধু গণতান্ত্রিকভাবে ভোটটা করতে দেন। লুঠ করবেন না। তাহলে দুধ আর জল আলাদা হয়ে যাবে। ডায়মন্ড হারবারেই পদ্মফুলের যে প্রার্থী হবে ওকে হারাবে। কয়লার টাকা, ঘুষের টাকা, লুঠের টাকা বিতরণ করেছে। এই ১৬,৮০০ জন অনুদান প্রদানকারী কে তার তালিকা চাই। তালিকা না দিলে আয়কর দফতরকে বলব, ভুয়ো, বানানো অনুদান প্রদানকারী, না কয়লা, বালি, মদ, ডিয়ার লটারির টাকা তার তথ্য অনুসন্ধান করে, এটা একটা বড় আর্থিক দুর্নীতি। এটা ভোটারদের একধরণের ঘুষ। যেটা ভারতীয় আইনে কখনওই স্বীকৃত নয়। নিজের কেন্দ্রের ভোটারদের লাগাতার ঘুষ দেওয়ার যে প্রথা এটা অত্যন্ত উদ্বেগজনক। এর বিরুদ্ধে যা যা পদক্ষেপ করার বিরোধী দলনেতা হিসাবে আমি করব’।

বার্ধক্য ভাতা বিতরণ নিয়েও রাজ্যের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগে সরব হন বিরোধী দলনেতা। বলেন, ‘দুয়ারে সরকারের ৫টা শিবিরে ১২ লক্ষ ৬৫ হাজার দরখাস্ত পড়েছে। ২ লক্ষ ২০ হাজার ভ্যাকান্সি বের করেছে। এটা কেন্দ্রের প্রকল্প। কেন্দ্র ৮০০ টাকা দেয়, রাজ্য ২০০ টাকা দেয়। যেটা দিদিকে বলোর নম্বর ছিল সেটা এখন হয়েছে মুখ্যমন্ত্রীকে বলো। সেই নম্বরে ফোন করেছেন যাঁরা, তারাই কেবলমাত্র পাবেন। ১ লক্ষ মতো মুখ্যমন্ত্রীর দফতরে যে ফোন গিয়েছিল তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তার মধ্যে ৫৫ হাজারেরও বেশি কেবলমাত্র ডায়মন্ড হারবারের’।

তৃণমূল সাংসদের প্রতি শুভেন্দুবাবুর প্রশ্ন, ‘বিজেপি সাংসদ তো পরের কথা, আমি তৃণমূলের সাংসদদের বলব, পরিবারকেন্দ্রিক পার্টি চলছে, তাই বীরভূম, বোলপুর, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, মালদা, মুর্শিদাবাদে তৃণমূলের যেখানে MP আছে, তারা আজকে বঞ্চিত। আগেকার দিনে মোগল পাঠানরা যেমন করে রাজ্য চালাত, তেমন করে নিজের এলাকাকে রাজ্য সরকারকে দিয়ে ভাতা দেওয়া হচ্ছে। আর জঙ্গলমহলে কুড়মি, জনজাতিভুক্ত মানুষরা দুয়ারে সরকারে ছুটে ছুটে জুতো ছিঁড়ে ফেলেছেন। কিন্তু তারা কেউ বার্ধক্যভাতার সুযোগ পাননি। প্রদীপটা নিভবে। সময় হয়ে গেছে। তার আগে দপ করে জ্বলে উঠল আর কি’।

রবিবার বিকেলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পৈলানে ‘শ্রদ্ধার্ঘ’ নামে এক অনুষ্ঠান করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে নিজের লোকসভা কেন্দ্রের ১০০ প্রবীণের হাতে নিজের উদ্যোগে ১০০০ টাকা করে চেক তুলে দেন তিনি। গোটা লোকসভা কেন্দ্রে ৭৬ হাজার বৃদ্ধ বৃদ্ধাকে প্রতি মাসে এই ভাতা দেওয়া হবে বলে তিনি জানান। সঙ্গে বলেন, ১৬,৪০০ জন অনুদান প্রদানকারীর টাকায় দেওয়া হচ্ছে এই ভাতা।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here