Home আপডেট Suvendu Adhikari: ভোট ঘোষণা হলেই এদের রাজ্যছাড়া করব? এবার কাদের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

Suvendu Adhikari: ভোট ঘোষণা হলেই এদের রাজ্যছাড়া করব? এবার কাদের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

Suvendu Adhikari: ভোট ঘোষণা হলেই এদের রাজ্যছাড়া করব? এবার কাদের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

[ad_1]

লোকসভা নির্বাচন ঘোষণা হলেই রাজ্যছাড়া করা হবে একাধিক পুলিশ আধিকারিককে। শনিবার পুরুল্যার ঝালদায় এক দলীয় সভায় এমনই হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, এবারের ভোট কেমন হয় দেখতে থাকুন।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘এখানে অভিজিৎ বলে একজন ভাইপোর এসপি এসেছে। সিবিআইয়ের রিপোর্ট বলছে এই ভাইপোর এসপি উত্তর ২৪ পরগনা সীমান্তে গরুপাচারে যুক্ত। চোর নারায়ণ গোস্বামী ও বালু মল্লিকদের তৈরি করা বেশ কিছু পুলিশ অফিসার এই জেলায় এসেছে। তার মধ্যে সন্দেশখালির যিনি ওসি ছিলেন, যার আমলে এই দেশদ্রোহী শাহজাহান শেখ তৈরি হয়েছে’।

শাহজাহান শেখকে শুভেন্দুর হুঁশিয়ারি, ‘কোথায় পালাবেন? বাংলাদেশে গেছেন? বরিশাল? আপনার সঙ্গে জুনেইল খান আছেন? তার ফোনে ভাইপোর PA নির্দেশ দিয়েছে। পালাও! এই নরেন্দ্র মোদীর এজেন্সি মাটির ভিতর লুকালেও আপনাকে খুঁজে বার করবে। লুক আউট নোটিশ জারি হয়েছে। বাঁচার কোনও রাস্তা নেই’।

এর পর পুলিশের একাংশকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, ‘সৌম্য চ্যাটার্জি, এখন ইন্সপেক্টর বরাবাজার। সন্দেশখালির ওসি ছিল। আমি গত বারে বলে গিয়েছিলাম ৭টা পুলিশ অফিসার এখানে ১৮ সাল থেকে চুরি করছে। আমাদের একাধিক ভাইকে বন্ধুকে খুন করেছে। মেরে দড়ি দিয়ে টাঙিয়েছে। এদের সাইডলাইনে রেখেছে। আপনারা তালিকা করে রাখুন। ভোট ঘোষণার পরে এদের রাজ্যছাড়া করব। এবারের ভোট কেমন হয় শুধু দেখতে থাকুন’।

এদিন বিধানসভা ভোটে পুরুল্যায় বিজেপির আশানুরূপ ফল না হওয়ায় তৃণমূলের বিভাজনের রাজনীতিকে দোষেন শুভেন্দু। বলেন, ‘কুড়মিদের সঙ্গে অন্যদের বিবাদ লাগিয়েছে তৃণমূল। আমরা কুড়মি আন্দোলনের বিরোধিতা করিনি। কিন্তু মানুষের যাতে সমস্যা না হয় সেটা দেখতে বলেছি। আর তৃণমূলের ফাঁদে পা দিয়ে কুড়মিরা নিজেদের সমাজের কথায় ভোট দিলেন। ওদিকে তৃণমূলি কুড়মি নেতারা কিন্তু নিজেদের দলকেই ভোট দিয়েছেন। এর ফলে চাল চোর, চাকরি চোরেরা কয়েক জায়গায় জিতে গেল।’ তিনি আরও বলেন, ‘মমতার হাতে এমনিতেই, শওকত, আরাবুল, শাহজাহান মডেল রয়েছে। তার ওপরে জনজাতিদের মধ্যে বিভাজন করতে পারলে তার পোয়া বারো।’ এদিনের সভায় ভিড় ছিল দেখার মতো।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here