Home খেলাধুলো আইসিসির সন্দেহজনক ‘বোলিং অ্যাকশন’যুক্ত বোলারদের লিস্টে রাই়ডু

আইসিসির সন্দেহজনক ‘বোলিং অ্যাকশন’যুক্ত বোলারদের লিস্টে রাই়ডু

আইসিসির সন্দেহজনক ‘বোলিং অ্যাকশন’যুক্ত বোলারদের লিস্টে রাই়ডু

হার্দিক পান্ডে,কেএল রাহুলের বিতর্কিত অধ্যায় শেষ হতে না হতেই অ্যডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২য় একদিনের ম্যাচে নামার আগে ধাক্কা ভারতীয় শিবিরে । সিডনিতে আম্বাতি রাইডুকে বোলার হিসেবে ব্যবহার করেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। সেই রাইডুর বোলিং অ্যাকশন সন্দেহজনক তা এক বিবৃতিতে জানাল আইসিসি।

বিজয় শঙ্কর ও শুভমান গিল রাহুল এবং হার্দিকের পরিবর্তে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। এমএস ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে রোহিত-বিরাটের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে চলে এল । রোহিত চান চার নম্বরে ব্যাটিং করুক ধোনি। বিরাট চান রাইডুই চার নম্বরে খেলুন।

শনিবার সিডনিতে প্রথম একদিনের ম্যাচে পার্টনারশিপ ভাঙতে আম্বাতি রায়াডুকে ব্যবহার করেন অধিনায়ক বিরাট কোহলি। দি ওভার বল ও করেন তিনি। ব্যাট হাতে ব্যর্থ হন রায়াডু। সিডনিতে রানের খাতা খুলতেই পারেননি তিনি। এবার আম্বাতির বোলিং করা নিয়ে নিষেধাজ্ঞা জারি করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ৩৩ বছর বয়সী অফ স্পিনারের বোলিং সন্দেহজনক বলে এক প্রেস বিবৃতিতে জানিয়েছে আইসিসি। আগামী ১৪ দিনের মধ্যে পরীক্ষায় বসতে হবে তাঁকে। সেখানে পাস করলে ফের বোলিং করতে পারবেন আম্বাতি রায়াডু।