Home খেলাধুলো টি-২০ কে জনপ্রিয় করতে আইসিসির নতুন উদ্যোগ

টি-২০ কে জনপ্রিয় করতে আইসিসির নতুন উদ্যোগ

টি-২০ কে জনপ্রিয় করতে আইসিসির নতুন উদ্যোগ

২০০৭-এ যাত্রা শুরু করেছিল ওয়ার্ল্ড টি-২০। তারপর কখনও ওয়ার্ল্ড টি-২০-র নাম পরিবর্তনের কথা সেভাবে ভেবে দেখা হয়নি আইসিসির এক্সিকিউটিভ কমিটির তরফে। এবার এই জনপ্রিয় টুর্নামেন্টকে ‘বানিজ্যিকভাবে’ আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে উদ্যোগি হল ডেভ রিচার্ডসনরা। ২০২০ ওয়ার্ল্ড টি-২০’র বদলে ২০২০ টি-২০ বিশ্বকাপ নামকরণ করা হল। ছোট ফরম্যাটের ক্রিকেট বিশ্বযুদ্ধকে এভাবেই ‘এলিট’ তকমা দিল আইসিসি।
সামনের বছর থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেই সভাতেই আইসিসি নিজের সদস্য দেশগুলোর কাছে নাম বদলের প্রস্তাব রাখে। টুর্নামেন্টের জনপ্রিয়তা বৃদ্ধির স্বার্থে নাম বদলে প্রয়োজন রয়েছে বলে মনে করে সদস্য দেশগুলোও। তাই সেই সিদ্ধান্তে অফিশিয়াল সিলমোহর দিল আইসিসি। নাম বদলাচ্ছে মহিলাদের ওয়ার্ল্ড টি-২০’র , হবে উইমেন্স টি-২০ ওয়ার্ল্ড কাপ।