Home পাঁচমিশালি “ট‍্যাগোর ইন শর্টহ‍্যান্ড” শিল্পী ইন্দ্রজিত নট্টজির এক অভিনব ভাবনা

“ট‍্যাগোর ইন শর্টহ‍্যান্ড” শিল্পী ইন্দ্রজিত নট্টজির এক অভিনব ভাবনা

“ট‍্যাগোর ইন শর্টহ‍্যান্ড” শিল্পী ইন্দ্রজিত নট্টজির এক অভিনব ভাবনা
নিজস্ব প্রতিনিধি~ বাঙলা ভাষা ,বাঙালির মন এবং মনন জুড়ে অধিষ্ঠান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। তার গান,কবিতা,লেখা বারবার অনুপ্রাণিত করেছে বিভিন্ন শিল্পীর শিল্পকর্মকে। তবে এনআইডি, আহমেদাবাদের প্রাক্তনী ইন্দ্রজিত নট্টজি এক অভিনব শিল্পকলার মধ‍্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তার শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেছেন। তুলি আর কলমের ছোঁয়ায় শিল্পী তার ক‍্যানভাসে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সাহিত‍্যকর্মকে ফুটিয়ে তুলেছেন “লার্জার দ‍্যান লাইফ” বিভিন্ন পোর্ট্রেটের মাধ্যমে।
সম্প্রতি কলকাতায় আইসিসিআরে অনুষ্ঠিত হয়ে গেল শিল্পীর এই শিল্পভাবনার এক অভিনব প্রদর্শনী। “বালক” রবীন্দ্রনাথ- “যৌবনের”রবীন্দ্রনাথ হোক কিংবা “বৃদ্ধ” রবীন্দ্রনাথ, বিভিন্ন “মুডে” ধরা পড়েছেন শিল্পীর তুলিতে তার ক‍্যানভাসে। দেশে – বিদেশে বিভিন্ন সম্মানে সম্মানিত হওয়া ,ব্লিঙ্ক পিকচার্সের প্রতিষ্ঠাতা নট্টজি জানালেন ” ছোটবেলা থেকেই খুব সহজাতভাবেই আমি আঁকতে পারি। ভাত,জল খাওয়ার মতই আমার কাছে ছবি আঁকা ছিল একটা নিত‍্যদিনের কাজ। আঁকতে আঁকতে লেখা ,লিখতে লিখতে আঁকার মেলবন্ধন ঘটিয়েই আমার এই প্রয়াস  ট‍্যাগোর ইন শর্টহ‍্যান্ড। ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, লেখা, গান শুনে বড় হয়েছি তাই খুব স্বাভাবিকভাবেই আমার শিল্পকর্মের মধ‍্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণা সবসময়ই খুঁজে পাওয়া যাবে।”