Home লাইফস্টাইল বেপরোয়া ‘ফ্রি’- Wi-Fi ব্যবহার করে ব্যক্তিগত তথ্য অন্যের হাতে তুলে দিচ্ছেন না তো!!…

বেপরোয়া ‘ফ্রি’- Wi-Fi ব্যবহার করে ব্যক্তিগত তথ্য অন্যের হাতে তুলে দিচ্ছেন না তো!!…

বেপরোয়া ‘ফ্রি’- Wi-Fi ব্যবহার করে ব্যক্তিগত তথ্য অন্যের হাতে তুলে দিচ্ছেন না তো!!…

ওয়েবডেস্কঃ    সাইবার সেল বিশেষজ্ঞদের মতে, ফ্রি Wi-Fi বা হটস্পট হল সাইবার ক্রিমিনাল অর্থাৎ হ্যাকারদের স্বর্গরাজ্য। এর মাধ্যমেই আপনার ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড, ছবি ইত্যাদি পৌঁছে যেতে পারে ওই সকল দুষ্কৃতীদের হাতে। আর তা কাজে লাগিয়ে তাঁরা আপনার কী কী ক্ষতি করতে পারে, আপনি কল্পনাও করতে পারবেন না। ২০১৬ সালে আমেরিকার ‘রিপাবলিকান অ্যান্ড ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন’ একটি সমীক্ষা করেছিল। যাতে কিছু কোম্পানি ফ্রি Wi-Fi সরবরাহ করেছিল। দেখা গিয়েছিল প্রায় ৭০ শতাংশ মানুষই নিরাপদ Wi-Fi পরিষেবাটি ব্যবহার না করে বিপজ্জনক Wi-Fi পরিষেবাটি বেছে নিয়েছিল  ইন্টারনেট সার্ফিং এর জন্য। আর দেখা গিয়েছে, যখনই একটি প্ল্যাটফর্ম থেকে নেটওয়ার্ক অনেক বেশি শেয়ার হতে থাকে, তখন ওই প্ল্যাটফর্ম ও নেটওয়ার্কগুলির মধ্যে বেশ কিছু নতুন চ্যানেলের সৃষ্টি ,আর সেই সুবাদে সাইবার দুষ্কৃতীরা আপনার নেটওয়ার্কের প্রবেশ করে।  আপনার ইন্টারনেট অনায়াসেই চলে আসতে পারে দুষ্কৃতীদের হাতের মুঠোয়। তাই ফ্রি Wi-Fi-এর ফাঁদে হামেশা পা না দিয়ে অনলাইনে ব্যক্তিগত কাজের ক্ষেত্রে মোবাইল ডেটা ব্যবহার করারই পরামর্শ দিয়েছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা।

Image result for wifi hacker

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here