প্রবল ধুলো ঝড়ে লন্ডভন্ড দুই রাজ্য, মৃত প্রায় ৭০

ওয়েব ডেস্ক~ প্রবল ঝড়ে বিপর্যস্ত উত্তর, পশ্চিম ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল৷ উত্তরপ্রদেশে চলছে ঝড় ও ভারী বৃষ্টিপাত৷ সবথেকে বেশি মানুষ ঝড়ের বলি হয়েছে আগ্রাতে৷ শুধুমাত্র আগ্রাতেই ৩৬ জন মারা গিয়েছে৷ এছাড়া বিজনোরে তিন জন, সাহারানপুরে দু’জন এবম রায়বেরিলি, মোরারাবাদ ও রামপুরে একজন করে মারা গিয়েছে৷ ব্যাহত স্বাভাবিক জনজীবন৷ অন্ততপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে৷

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতের পরিবারদের সমবেদনা জানিয়েছেন৷ সেই সঙ্গে মৃতের পরিবারপ্রতি চার লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন৷

Image result for up rajasthan storm

ধুলো ঝড়ে লন্ডভন্ড রাজস্থানও৷ বাড়িঘর ঝড়ে ভেঙে গিয়েছে৷ বাড়ির উপর একাধিক গাছ উপড়ে পড়েছে৷ যার দরুণ বাড়িগুলির একাংশ ভেঙে গিয়েছে৷ ঝড়ের দাপটে একাধিক জেলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৭ জনের৷ ঝড়ের দাপট সবচেয়ে বেশি রাজস্থানের আলওয়ার, ঢোলপুর এবং ভারতপুর জেলার বিস্তীর্ণ এলাকায়৷ ভারতপুর জেল থেকেই ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷

রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে দ্রুত আধিকারিকদের ঝড়ে কবলিত জেলাগুলিতে সরকারি সাহায্য পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন৷ ঝড় ও প্রবল বৃষ্টিপাতে রাজধানী দিল্লির জনজীবন ব্যহত৷ বুধবার সন্ধ্যে নামতেই শুরু হয় ঝড় বৃষ্টি৷ হাওয়া অফিস জানিয়েছে, এদিন দিল্লিতে ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৫৯ কিমি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here