Home খেলাধুলো ‘টোয়ার্ক’ বিতর্কে ব্যালন-ডি-অর’র মন্ঞ্চ ‘আন্দোলিত’

‘টোয়ার্ক’ বিতর্কে ব্যালন-ডি-অর’র মন্ঞ্চ ‘আন্দোলিত’

‘টোয়ার্ক’ বিতর্কে ব্যালন-ডি-অর’র মন্ঞ্চ ‘আন্দোলিত’

ব্যালন ডি’অর মঞ্চে ইতিহাস সৃষ্টি হয় কারন এবছর চালু হল মহিলা ফুটবলারদের জন্য এই পুরস্কার। প্রথমবার এই পুরস্কার পেয়েছেন অলিম্পিক লিওঁর নরওয়ের ২৩ বছর বয়সী স্ট্রাইকার আদা হেগেরবার্গ। গত মরশুমে লিঁও-র হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করে ম্যাচ জেতান তিনি। প্যারিসে অনুষ্ঠানে ফরাসি ডিজে মার্টিন সলভেঁ আদা হেগেরবার্গকে প্রশ্ন করেন ‘টোয়ার্ক’ জানেন? ‘টোয়ার্ক’ হল একধরণের হিপ-হপ ডান্স বা বলা ভাল মিউজিকের সঙ্গে যৌন উত্তেজক ডান্সিং স্টান্ট। সঞ্চালকের এমন প্রশ্নে শুধু না বলেই থেমে যান হেগেরবার্গ। হেগেরবার্গ জানান, “নিজের খেলাতেই বেশী মনযোগী। কিন্তু ওই ধরনের প্রশ্নে আমি রীতিমতো বিব্রত।” ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষমা চেয়ে নেন মার্টিন সলভেঁ।