
নিজস্ব প্রতিনিধি~ সল্টলেকে একের পর এক ছিনতাইয়ের অভিযোগ। । সভ্রান্ত পরিবারের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের আাদালতে তোলা হবে।
সল্টলেকে দিনে কিংবা রাতে ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। কিন্তু কিছুতেই ধরা পারছিলো না। শুরু হয় সিসিটিভিতে নজরদারি। পাওয়া যায় বাইকের নম্বর। সেই সূত্র ধরে এন্টালি থেকে গ্রেফতার করা হয় কল সেন্টারের কর্মী শিব খান্নাকে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে অপরজনকে গ্রেফতার করা হয় বাগুইআটি থেকে।
বাগুইআটির যুবকের নাম বিশাল সিংভি। সে প্রতিষ্ঠীত স্বর্ণ ব্যবসায়ীর পুত্র বলে জানা গিয়েছে।
চলন্ত বাইকে চেপেই দুই যুবক মোবাইল থেকে শুরু করে গলার হার ছিনতাই করত বলে জানিয়েছে পুলিশ। মূলত নেশার টাকা জোগাড় করতেই এই ছিনতাই বলে জানতে পেরেছে পুলিশ।