ওয়েব ডেস্ক~ আর যানজটের ভয় নেই। নিমেষের মধ্যে পৌঁছানো যাবে গন্তব্যস্থলে। উড়ন্ত ট্যাক্সি নিয়ে হাজির হবে উবের। আর সেজন্য নাসার সঙ্গে এরকমই এক চুক্তি করতে চলেছে উবের সংস্থা। যদিও এখনই ভারতে নয়, আমেরিকার আকাশেই এই উড়ন্ত ট্যাক্সিকে উড়তে দেখা যাবে। নাসার গবেষণাকেন্দ্র ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে এই আকাশ যানটি চালানো হবে বলে জানা গেছে।
Facebook Comments