Home খেলাধুলো অনুর্ধ্ব-২৩ সিকে নাইডু টুর্নামেন্টের ফাইনালে হার বাংলার

অনুর্ধ্ব-২৩ সিকে নাইডু টুর্নামেন্টের ফাইনালে হার বাংলার

অনুর্ধ্ব-২৩ সিকে নাইডু টুর্নামেন্টের ফাইনালে হার বাংলার

অল্পের জন্য জয় হাতছাড়া হল অনূর্ধ্ব-২৩ বাংলা দলের৷ কর্ণেল সিকে নাইডু ট্রফির ফাইনালে পাঞ্জাবের কাছে ১ উইকেটে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল় বাংলাকে৷

পাতিয়ালার ধ্রুব পাণ্ডব স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলা৷ ১৯১ রানে শেষ হয় বাংলার প্রথম ইনিংস৷ শুভম চট্টোপাধ্যায় (৬৪), ঋত্ত্বিক রায়চৌধুরি (৪৩) ,অগ্নিভ পান (২৯) ,আরিফ আনসারি (২৯) মূলত বাংলার হয়ে বেশিরভাগ রান করেন ৷ হরপ্রীত ব্রার পঞ্জাবের হয়ে প্রথম ইনিংসে ৫ উইকেট নেন।

ব্যাট করতে নেমে পাঞ্জাব প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ১৩৩ রানে৷ রমনদীপ সিং (৩৭) ও আকুল পাণ্ডব (৩৪) ছাড়া কেউ বড় রান পাননি ৷ আমির গনি ও শ্রেয়ন চক্রবর্তী ৪টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসের ৫৮ রানে এগিয়ে থাকা সত্ত্বেও চূড়ান্ত ব্যটিং বিপর্যয়ে বাংলা দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় মাত্র ৭৬ রানে৷ ঋত্ত্বিক ২৩ রান করেন৷ হরপ্রীত দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট তুলে নেন৷

জয়ের জন্য পাঞ্জাবের দরকার ছিল১৩৫ রানের৷ ১২৪ রানে ৯ উইকেট হারালেও বসলেও পঞ্জাব শেষমেশ ১৩৭ রান তুলে ম্যাচ জিতে যায়৷ দ্বিতীয় ইনিংসে শ্রেয়ন ৬টি উইকেট নেন।