Home খেলাধুলো ‘মিশন ইমপসিবল’ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আজ পাকিস্তান

‘মিশন ইমপসিবল’ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আজ পাকিস্তান

‘মিশন ইমপসিবল’ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আজ পাকিস্তান

অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ইতিমধ্যেই শেষ চারের দুনিয়ায় ঢুকে পড়েছে। চতুর্থ দল হিসেবে কে উঠবে তা ঠিক হয়ে যাবে আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচেই। নিউজিল্যান্ড শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও সেমিফাইনালে প্রায় প্রবেশ করে গিয়েছে তাঁরা। কারণ, বাংলাদেশের বিপক্ষে শুক্রবার পাকিস্তানকে কেবল জিতলেই চলবে না, অসাধ্য সাধন করতে হবে। অসম্ভব সমীকরণের সামনে পাকিস্তান দল। প্রথমে ব্যাট করলে ৩১৬ রানে জিততে হবে। ওয়ান ডে ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে আজ পর্যন্ত কোনও দল এত এভারেস্ট সম ব্যবধানে জিততে হবে। আর যদি টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট নেয়, তাহলে ম্যাচ শুরুর আগেই কিউয়িরা চলে যাবে শেষ চারে।

সেমিফাইনালের সমীকরণের অঙ্ক বাদ দিলেও অবশ্য বেশ উত্তেজক লড়াইয়ের ইঙ্গিত। তর্কাতীতভাবে ভারত এশীয় মহাদেশের সেরা দল। দ্বিতীয় শক্তিশালী ক্রিকেট দল কার, তা নিয়ে বিতর্ক সাম্প্রতিককালে। সম্মানরক্ষার লড়াইয়ে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে প্রমাণ করতে চাইবে, ভারতের পরে পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা নয়, তারাই উপমহাদেশের দ্বিতীয় শক্তিশালী ক্রিকেট-শক্তি।