Home খেলাধুলো ইতিহাস সৃষ্টি করে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মেরি কম

ইতিহাস সৃষ্টি করে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মেরি কম

ইতিহাস সৃষ্টি করে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মেরি কম

বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রথম মহিলা বক্সার হিসেবে ষষ্ঠ সোনা জিতে ইতিহাস গড়লেন মণিপুরী ‘আয়রন লেডি’ মেরি কম। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কমপ্লেক্সে মহিলা বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপের ৪৮ কেজি বিভাগে ইউক্রেনের প্রতিদ্বন্দ্বী হ্যানা ওকহোতাকে হারিয়ে সোনা জিতলেন মেরি ৷ আয়ারল্যান্ডের কেটি টেলরকে টপকে বিশ্বের প্রথম মহিলা বক্সার হিসেবে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হলেন মেরি কম।

২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮ এবং ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন ভারতীয় ‘পাগিলিস্ট’ মেরি৷ ফের ৮ বছর পর বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন তিনি। বিশ্বচ্যাম্পিয়নশিপে ছ’টি সোনা ও একটি রুপো জিতলেন মেরি৷ কিউবার কিংবদন্তি বক্সার ফেলিক্স স্যাভনের (পুরুষ) সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রইলেন ভারতীয় মহিলা বক্সার মেরি।
এদিন ৫:০ পয়েন্টে ওকহোতাকে হারান মেরি৷

মেরি পারলেও সোনা পেলেন না সোনিয়া চাহাল৷ ৫৭ কেজি বিভাগের ফাইনালে জার্মানির ওহনারের কাছে ১:৪ ব্যবধানে ফাইনাল হেরে রুপো জিতলেন সোনিয়া৷