Home খেলাধুলো হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় ভারতের

হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় ভারতের

হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় ভারতের

∆ নেদারল্যান্ডস :- ২

( থিয়েরি ব্রিঙ্কম্যান ১৫’, মিনক ভ্যান ডার ওয়েরডেন ৫০’)

∆ ভারত :- ১

( আকাশদীপ সিং ১২’)

হকি বিশ্বকাপের নক আউটে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস হারালো
ভারতকে ২-১ গোলে। ফলে ৪৩ বছর পরেও অধরা থেকে গেল হরেন্দ্র সিংয়ের প্রশিক্ষণপ্রাপ্ত ভারতীয় দলের। মিনক ভ্যান ডার ওয়েরডেনের গোলে নেদারল্যান্ডস জয়ী হয়। বৃহস্পতিবার ভুবনেশ্বরের টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের দুর্দান্ত গতির হকির বিপক্ষে পুরুষদের হকি বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে 43 বছরের দীর্ঘ অপেক্ষা ভারতের জন্য আর ও দীর্ঘতর হল । বিশ্বকাপের সেমিফাইনালে ভারত শেষ 1975 সালে পৌঁছায়।সেই বছর তারা প্রথম শিরোপা জিতেছিল। ম্যাচে নেদারল্যান্ডস বরাবরই ফেভারিট ছিল কারণ ভারতীয়রা বিশ্বকাপে কখনই তাদের হারাতে পারেনি। বর্তমান বিশ্ব রাঙ্কিংয়ে নেদারল্যান্ডস চতুর্থ স্থানে রয়েছে, আর ভারত 5ম স্থানে রয়েছে । গত বছর ভারত ও নেদারল্যান্ডস একে অপরের মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে এই ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছিল।

আজকের ম্যাচে আকাশদীপ ১২’ মাথায় ভারতকে এগিয়ে দিলেও ১৫’ ব্রিঙ্কম্যান ও ৫০’ মিনক ভ্যান ডার ওয়েরডেনের গোলে ভারতের সব আশা চূর্ণ হয়ে যায় ।