Home অফ-বিট তাপমাত্রা মাইনাস ৬২ ডিগ্রি! জানুন পৃথিবীর শীতলতম স্থানটি কোথায়!!

তাপমাত্রা মাইনাস ৬২ ডিগ্রি! জানুন পৃথিবীর শীতলতম স্থানটি কোথায়!!

তাপমাত্রা মাইনাস ৬২ ডিগ্রি! জানুন পৃথিবীর শীতলতম স্থানটি কোথায়!!

ওয়েব ডেস্কঃ   ওয়মিয়াকন, সাইবেরিয়ার এই গ্রামটির নাম পৃথিবীর শীতলতম গ্রাম হিসেবে আপাততো পরিচিত।  এখানে প্রায় সারাবছরই  বরফ ও তুষারের দেখা মেলে।সাধারণত, শীতকালে এই অঞ্চলে তাপমাত্রা নেমে যায় -৫২ ডিগ্রি সেলসিয়াসে। কিন্ত এবছর এতোদিনকার সব রেকর্ড ভেঙ্গে  তাপমাত্রা এখন নেমে গিয়েছে -৬২ ডিগ্রি সেলসিয়াসে, যা এককথায় মানুষের বসবাসের জন্য একেবারেই অযোগ্য বলা যায়।

Minus 65 in Oymyakon

পৃথিবীর শীতলতম ওয়মিয়াকন অঞ্চলে স্থানীয়দেরএখন বেঁচে থাকাটাই চিন্তার বিষয় হয়ে পড়েছে। উপরন্তু, কয়েকজন স্থানীয়দের  দাবি, তাপমাত্রাম মোটেও -৬২ডিগ্রি তে থেমে থাকেনি, সেটি  -৬৮ ডিগ্রিতে নেমে গিয়েছে ৷ তবে, সরকারি হিসেব বলছে , ১৯৩৩ সালের ফেব্রুয়ারি মাসে এই গ্রামে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছিল -৬৭.৭ ডিগ্রি সেলসিয়াসে, যাছিল স্বাভাবিক থেকে ১৫ ডিগ্রি কম এবং এযাবৎ সেটাই হল সর্বকালীন রেকর্ড ৷

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here