Home লাইফস্টাইল মুক্তি পেল শ্রীময়ী পিউ কুন্ডুর নতুন উপন্যাস ‘কাট’, এক থিয়েটার কর্মীর জীবনগাথা

মুক্তি পেল শ্রীময়ী পিউ কুন্ডুর নতুন উপন্যাস ‘কাট’, এক থিয়েটার কর্মীর জীবনগাথা

মুক্তি পেল শ্রীময়ী পিউ কুন্ডুর নতুন উপন্যাস ‘কাট’, এক থিয়েটার কর্মীর জীবনগাথা
ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য

সাহিত্য জগতের নবতম ,উদীয়মান নক্ষত্র শ্রীময়ী পিউ কুন্ডু। তার লেখনীর মধ্য দিয়ে বরাবরই বেরিয়ে এসেছে একটু ভিন্ন স্বাদের লেখা। এবারে ও তার পাঠক সেই ‘ফ্লেভার’ থেকে বঞ্চিত হলেন না। সম্প্রতি কলকাতার এক অভিজাত হোটেলে প্রকাশিত হল শ্রীময়ী পিউ কুন্ডুর উপন্যাস ‘কাট-দ্যা লাইফ অ্যান্ড ডেথ অব আ থিয়েটার অ্যাকটিভিস্ট’। প্রয়াত নাট্যকর্মী অমিতাভ কুলশ্রেষ্ঠর জীবন নিয়েই লেখা হয়েছে এই উপন্যাস। বা বলা ভাল থিয়েটার কর্মীর জীবনগাথা হল এই উপন্যাস। বইপ্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত এবং একাবলী খান্না। সৃজিতের সঙ্গে লেখিকার কথোপকথন থেকেই উঠে এল শ্রীময়ীর উপন্যাসের মূল প্রেক্ষাপটের কাহিনী।

থিয়েটারের প্রতি দায়বদ্ধ এক নাট্যকর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘটলে সমাজ কিভাবে সে ঘটনাকে বিশ্লেষণ করে বা বলা ভাল ব্যাখ্যা করে এবং কিভাবেই বা তাঁর নিত্যনৈমিত্তিক কাজ ভুলে মৃত ব্যক্তিকে নিয়ে কদর্য আলোচনা চলতে থাকে, এই উপন্যাসের রয়েছে সেই মর্মস্পর্শী বিবরণ। এই উপন্যাসকে কেন্দ্র করে ন্যাশনাল স্কুল অব ড্রামায় অভিলাষ পিল্লাইয়ের পরিচালনায় তৈরি হয়েছে নতুন এক নাটক যা ২৪ জানুয়ারি অভিনীত হবে প্রেক্ষাগৃহে।