Home ব্লগবাজি কাপুরুষ ~ বৈশাখী চ্যাটার্জী

কাপুরুষ ~ বৈশাখী চ্যাটার্জী

কাপুরুষ   ~   বৈশাখী চ্যাটার্জী
কাপুরুষ

এক বিশাল ব্যপ্তি কোন পরিসরে উঁকি মারে --
কিছু শব্দ যা কানে ঢোকে আর বেরোয়
কিছুটা পাথরের নীরবতা আছে খুব দামি
আমার অহর্নিশের নষ্ট সজ্জায় -
তোমার দামামা বাজে --,
তুমি খেলা কর -সন্ধাবেলার কুয়াশায় ,
আমার ঝাঁঝালো রূপে -
কিছু কাপুরুষতা আছে তোমার -
বারাঙ্গনা হতে হতে তুমি পুরুষে রূপান্তরিত ---,
তাই তোমার কাপুরুষ- পৌরুষ -ঘুমন্ত বড় ,
তবুও একবার হাত বুলিয়ে নিতে ইচ্ছে করে
দৈহিক আলোড়নে ॥

বৈশাখী চ্যাটার্জী:20/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here