Home আপডেট চোর চোট্টার দলে কে যাবে? তৃণমূলে যোগদানের সম্ভাবনা খারিজ করে বললেন হিরণ

চোর চোট্টার দলে কে যাবে? তৃণমূলে যোগদানের সম্ভাবনা খারিজ করে বললেন হিরণ

চোর চোট্টার দলে কে যাবে? তৃণমূলে যোগদানের সম্ভাবনা খারিজ করে বললেন হিরণ

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসার পর খড়গপুরের বিজেপি সাংসদ হিরণ চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের জল্পনায় জল পড়েছে। আর বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলকে তুলোধনা করলেন তিনি। অভিষেকের মামলা করার চ্যালেঞ্জকে উড়িয়ে দিয়ে বললেন, মামলা করলে মানুষের ওপর যে অত্যাচার হচ্ছে তা নিয়ে মামলা করব।

শনিবার বিকেলে হিরণ বলেন, ‘যদি বলা হয় ওই চোর চোট্টার দলে আপনাকে সভাপতি করা হবে। বা আপনাকে মুখ্যমন্ত্রী করা হবে আপনি যাবেন? রাস্তা-ঘাট, চায়ের দোকান, খবরের কাগজ, টিভি চ্যানেল, নিউজ পোর্টাল, ইউটিউব, ফেসবুক, টুইটার খুললে একটাই শব্দ পাওয়া যায় চোর চোর চোট্টা।’

বিস্ফোরক দাবি করে হিরণ বলেন, ‘আমি দাবি করতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে এসে বলেছেন শুভেন্দু অধিকারীকে বোঝাতে। তিনি তৃণমূল থেকে ১০০ জন বিধায়ক ভাঙিয়ে এনে বিজেপির ৭৭ জন বিধায়কের সমর্থনে মুখ্যমন্ত্রী হবেন।’

তিনি বলেন, ‘এসব তুচ্ছ বিষয়ে আমি মামলা করব না। পশ্চিমবঙ্গে মামলা করার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। গরিব মানুষকে শোষণ করা হচ্ছে। গরিব শিশুদের ঘরে বন্ধ করে জ্যান্ত জ্বালানো হচ্ছে। সেই সমস্ত মামলা করব। কে কী বলল, ছোটখাটো কথা, তাতে আমি মামলা করতে যাব কেন? আদালতের সময় অত সস্তা নয়।’

এমনকী এদিন দিলীপ ঘোষের সঙ্গে তাঁর সম্পর্কের শৈত্যও কাটানোর চেষ্টা করেন হিরণ। তিনি বলেন, সবার সঙ্গে দিলীপ ঘোষও পশ্চিমবঙ্গের নিপীড়িত মানুষের জন্য লড়াই করছেন।

গত ১০ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে হিরণ চট্টোপাধ্যায়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার পরই জোরদার হয় তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here