Home খেলাধুলো টেস্ট ক্রিকেটে রুটের অনন‍্য নজির

টেস্ট ক্রিকেটে রুটের অনন‍্য নজির

টেস্ট ক্রিকেটে রুটের অনন‍্য নজির

টেস্ট ক্রিকেটে দ্রুততম ৬০০০ রানের বিশ্বরেকর্ড গড়লেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ইংল্যান্ডের ঐতিহাসিক ১০০০তম টেস্টের প্রথম দিন ভারতের বিপক্ষে ৮০ রানের খেলার পথে টেস্ট ক্যারিয়ারে ৬০০০ রান পূর্ণ করেন রুট।
২০১২ সালের ১৩ ডিসেম্বরে টেস্ট অভিষেক হয় রুটের।  অভিষেকের পর ৫ বছর ২৩১ দিনে এই  রেকর্ডে পৌঁছলেন তিনি।

এর আগে এই রেকর্ড ছিল প্রাক্তন ইংরেজ অধিনায়ক অ্যালিষ্টার কুকের।  ২০০৬ সালের ১ মার্চ টেস্ট অভিষেকের পর ৫ বছর ৩৩৯তম দিনে ক্যারিয়ারে ৬হাজার রান পূর্ণ করেন।

কম ইনিংস খেলে দ্রুত ৬০০০ রান করার ক্ষেত্রে ১৮তম স্থানে রয়েছেন রুট। রুট ৭০ টেস্টে ১২৭  ইনিংস সময় নিয়েছেন। ৪৫ ম্যাচের ৬৮তম ইনিংসে ৬০০০ রান করে এই রেকর্ড দখলে রয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। অভিষেকের পর ১৯ বছর ৩২তম দিনে ৬০০০ রান করেছিলেন ব্র্যাডম্যান।