Home খেলাধুলো বিশ্বকাপে প্রথম এক আফগানের সেঞ্চুরি! ঘাম ছুটছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের

বিশ্বকাপে প্রথম এক আফগানের সেঞ্চুরি! ঘাম ছুটছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের

বিশ্বকাপে প্রথম এক আফগানের সেঞ্চুরি! ঘাম ছুটছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের

[ad_1]

মুম্বই: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের মধ্যে বিশ্বকাপের ম্যাচ জমজমাট। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি।

অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ চোটের কারণে দলের বাইরে রয়েছেন। অন্যদিকে ক্যামেরন গ্রিনের জায়গায় এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তান একটি পরিবর্তন করেছে। প্লেয়িং ইলেভেনে ফজলহক ফারুকীর জায়গায় নাভিনুল হককে মাঠে নামিয়েছে তারা।

আরও পড়ুন- পন্থের মাঠে ফেরায় বড় ভূমিকা হবে কি দাদা-র, তবে ফিট হলেও দলে ফেরায় থাকছে কাঁটা

বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালে ওঠার দৌড় শেষ পর্যায়ে। সেমিফাইনালে এখন মাত্র দুটি জায়গা বাকি। কারণ ভারত ও দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছে।

অস্ট্রেলিয়া আপাতত তৃতীয় স্থানে রয়েছে। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া আপাতত ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে। এই ম্যাচটি জিতলে তারা শেষ চারে জায়গা পাকা করতে চাইবে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে শোরগোল ফেলেছেন আফগান ব্যাটাররা। বোলাররাও যদি কন্ডিশনের সুবিধা নিতে পারে, তাহলে এখানকার উইকেট তাদের জন্যও সহায়ক।

অস্ট্রেলিয়াকে পরের ম্যাচ খেলতে হবে বাংলাদেশের বিরুদ্ধে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছে আফগানিস্তান। ইতিমধ্যে বিশ্বকাপে ৪ টি ম্যাচ জিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে হাসমাতউল্লাহ শাহিদির দল।

আরও পড়ুন- ‘আমি দেরি করিনি দেখুন’, প্রমাণ দিলেন ম্যাথিউজ! সাকিবকে আবার জবাব

বিশ্বকাপের মঞ্চে প্রথমবার সেঞ্চুরি করলেন আফগান ব্যাটার। ইব্রাহিম জারদান করলেন ১২৯ রান। বিশ্বকাপের মঞ্চে কোনও আফগান ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস এটি। তাঁকে সঙ্গ দিলেন রশিদ খান। ১৮ বলে ৩৫ রানের ঝোড়াে ইনিংস খেললেন তিনি।

Tags: Afghanistan, ICC World Cup 2023

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here