Homeআপডেটমিড ডে মিলের তদন্তে...

মিড ডে মিলের তদন্তে কেন্দ্রীয় দল আরও আগে আসা উচিত ছিল: লকেট

মিড ডে মিলে দুর্নীতির তদন্তে রাজ্যে আরও আগে কেন্দ্রীয় দল আসা উচিত ছিল। এমনই মন্তব্য করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রবিবার বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই এই মন্তব্য করেন লকেট।

এদিন লকেট চট্টোপাধ্যায় দাবি করেন, মিড ডে মিলে কেন্দ্রীয় সরকার যে অর্থ দেয় সেই টাকা নয় ছয় হয়। ফলে মিডডে মিলের মান পড়ে যাচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে মিড ডে মিল রান্না হচ্ছে। সেজন্য খাবারে টিকটিকি, ইঁদুর, সাপ পড়ছে। বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে মারাও যাচ্ছে।

অন্যদিকে তিনি ২ ফেব্রুয়ারী বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন প্রশাসনিক সভা নিয়েও কটাক্ষ করেন। বলেন, তৃণমূলের সঙ্গে মানুষ নেই। তাই ধমকি, চমকি দিয়ে আশাকর্মী-সহ সরকারি কর্মীদের সভায় আসতে বলা হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, গরুপাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল জেলে থাকলেও এখনো তার নির্দেশেই মাফিয়া রাজ চলছে। বালি, কয়লার পাশাপাশি জমি মাফিয়ারা এখনো বীরভূমে সক্রিয়।

মিডে ডে মিল প্রকল্পের হালচাল খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তাঁর অভিযোগের প্রেক্ষিতে এই প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই দল দিল্লি ফিরে যাওয়ার পরে মিড ডে মিলের অডিট করতে কেন্দ্রীয় দল আসবে বলে জানান তিনি।

সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে মিড ডে মিলে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। মিড ডে মিলের টাকার সুদে মুখ্যমন্ত্রীর প্রচার হচ্ছে বলে দাবি করেছেন শুভেন্দুবাবু। শনিবার এক টুইটে তিনি দাবি করেন, বগটুইয়ে মৃতদের পরিবারকে মিড ডে মিলের টাকায় ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

Visva Bharati University: বিশ্বভারতীর অনুষ্ঠানে নিয়ম ভেঙে জিন্স-রঙিন জামা, পোশাক বিতর্ক বিশ্ববিদ্যালয়ে

বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্য থাকাকালীন পোশাক বিতর্ক দেখা...

Fire in poultry farm: মাঝরাতে ভয়াবহ আগুন বাগদায়, ঝলসে গেল ১৩০০টি মুরগি!

ভয়াবহ আগুনে ঝলসে গেল ১৩০০টি প্রাণ। ঘটনাটি ঘটেছে...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

মেট্রোর পিলারে আগুন! সন্ধ্যার অফিস টাইমে ব্যাহত পরিষেবা, এখন পুরো লাইনে চলছে?

টালিগঞ্জে মেট্রোর পিলারে আগুন। তার জেরে সন্ধ্যার অফিস টাইমে কলকাতা মেট্রোর নর্থ-সাউথ মেট্রো করিডরে (ব্লু লাইন) পরিষেবা ব্যাহত হয়। মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর পরিষেবা মিলছিল। প্রায় ২৫ মিনিট পরে পরিষেবা স্বাভাবিক হয়। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে মঙ্গলবার...

Visva Bharati University: বিশ্বভারতীর অনুষ্ঠানে নিয়ম ভেঙে জিন্স-রঙিন জামা, পোশাক বিতর্ক বিশ্ববিদ্যালয়ে

বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্য থাকাকালীন পোশাক বিতর্ক দেখা দিয়েছিল বিশ্ববিদ্যালয়ে। আর এবার নতুন বছরের প্রথম দিনেও একটি অনুষ্ঠানে অতিথি বরণ ঘিরে পোশাক বিতর্ক দেখা দিল বিশ্বভারতীতে। রবিবার বিশ্বভারতী লিপিকা প্রেক্ষাগৃহে বাবাসাহেব ভিমরাও আম্বেদকরের জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত...

Smoking in plane: মাঝ আকাশে কলকাতাগামী বিমানের মধ্যে সিগারেট ধরিয়ে সুখটান, নামতেই যাত্রীকে ধরল পুলিশ

মাঝ আকাশেও সিগারেটের নেশা নিয়ন্ত্রণ করতে পারেননি যাত্রী। তাই বিমানের শৌচাগারেই লুকিয়ে ধরিয়ে ফেলেছিলেন সিগারেট। সুখটান দিতেই বেজে উঠেছিল বিপদঘণ্টা। আর বিমান থেকে নামতেই সোজা হাজতে ঠাঁই হল যাত্রীর। কেবিন ক্রু সদস্যরা বিমানটি অবতরণের পরেই ওই যাত্রীকে সিআরপিএফের হাতে তুলে দেন। পরে তাকে তুলে...

Fire in poultry farm: মাঝরাতে ভয়াবহ আগুন বাগদায়, ঝলসে গেল ১৩০০টি মুরগি!

ভয়াবহ আগুনে ঝলসে গেল ১৩০০টি প্রাণ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকায়। সোমবার মাঝরাতে আচমকা আগুন লাগে সেখানকার একটি পোল্ট্রি ফার্মে। যার ফলে দাউ দাউ করে আগুনে জ্বলে ওঠে গোটা পোল্ট্রি ফার্ম। তাতেই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায়...

HS Result 2024: এই ১০ দিনের মধ্যে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে! কীভাবে রেজাল্ট দেখতে হবে?

এপ্রিলের শেষ বা মে'র একেবারে শুরুতেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সাম্প্রতিক কয়েকটি পদক্ষেপে তেমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। ওই মহলের ধারণা, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ এপ্রিল থেকে আগামী ৬ মে'র মধ্যেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে পারে। অর্থাৎ ওই আটদিনের...

Primary Recruitment Scam: টেটে ফেল করেও ইন্টারভিউ, কোটি কোটি টাকা ঢুকেছে তাপস, কুন্তলের পকেটে: CBI রিপোর্ট

প্রাথমিক দুর্নীতি মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টের কাছে রিপোর্ট পেশ করল সিবিআই। রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টেট পরীক্ষা দেওয়ার পর প্রার্থীদের অনেকে কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলের সঙ্গে যোগাযোগ করতেন। টাকা দিলেই তাদের নাম পাশ করা চাকরি প্রার্থীদের তালিকায় উঠে যেত।...

Mamata sends Sujit to Odisha: ওড়িশায় দুর্ঘটনা, উদ্ধারের তদারকিতে সুজিতকে পাঠালেন মমতা, নিয়ম মেনে ক্ষতিপূরণ

ওড়িশার জাজপুর জেলায় সোমবার রাতে বাস দুর্ঘটনায় রাজ্যের পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অনেক বলে জানা গিয়েছে। নিহতদের ৫ জনই পূর্বমেদিনীপুর জেলার বাসিন্দা বলেও জানা গিয়েছে। এই ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সরকারি আধিকারিকদের ওড়িশা পাঠিয়েছেন। রাজ্যের বাসিন্দাদের উদ্ধার কাজে তদারকির জন্য দলকলমন্ত্রী সুজিত...

শেষ অর্থবর্ষে সর্বোচ্চ রাজস্ব দিয়েছে গার্ডেনরিচ, বিতর্কের মধ্যে খুশির খবর কলকাতা পুরসভায়

গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় কলকাতা পুরসভাকে সকলে কাঠগড়ায় তুলেছিল। রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠেছিল। পৃথক তদন্ত কমিটি গড়তে হয় কলকাতা পুরসভাকে। আর তার রিপোর্টের ভিত্তিতে ইতিমধ্যেই তিনজন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। বেআইনি নির্মীয়মাণ কেমন করে হচ্ছিল?‌ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বহুতল ভেঙে...

KMC advertisement policy: বিজ্ঞাপন নীতিতে বদল আনছে কলকাতা পুরসভা, শহরের দুটি রাস্তা হবে ‘অ্যাড ফ্রি জোন’

শহরের দৃশ্যদূষণকে নিয়ন্ত্রণে আনতে  বিজ্ঞাপন নীতিতে বদল আনতে চলেছে পুরসভায়। যত্রতত্র বিজ্ঞাপন দেওয়া রুখতে এবার আরও কড়া ব্যবস্থা আনতে চলছে।পাশাপাশি শহরের দুটি  রাস্তা সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত করার পরিকল্পনা নিয়েছে পুরসভা। এই দুটি রাস্তা হল পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিট। এছাড়া উৎসবের মরশুমে লাগামহীন বিজ্ঞাপনে...

Kolkata Metro services partially hit: যান্ত্রিক গোলযোগে আটকে গেল মেট্রো, ব্যাহত পরিষেবা, কতদূর চলছে এখন?

যান্ত্রিক গোলযোগের জেরে শোভবাজার-সুতানটি স্টেশনে আটকে গেল একটি মেট্রো। তবে ঠিক কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে ৩২০১ নম্বর কোচে কোনও যান্ত্রিক গোলযোগ হয়েছে। তার জেরে শোভবাজার-সুতানটি স্টেশনে একটি মেট্রো আটকে আছে। আপাতত দমদম...

North Bengal Tornado Compensation: টর্নেডোর ক্ষতিপূরণের অঙ্কে ‘হেরফের’ ১ লাখের! এই কারণেই মেলেনি কমিশনের অনুমতি?

আরওবেশ কয়েকদিন আগেই উত্তরবঙ্গের জলপাইগুড়ি সহ একাধিক জায়হায় ভয়াবহ টর্নেডো হয়েছিল। এর জেরে শতাধিক মানুষ ঘরছাড়া হয়েছিলেন। এদিকে টর্নেডোর খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই টর্নেডোর ক্ষতিপূরণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রসঙ্গত, টর্নেডোয় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের ফের বাড়ি তৈরির...

IIT Kharagpur: ক্যাম্পাসের মদ্যপান, বাইরে অশান্তি করলেই আইআইটি খড়্গপুরের মোটা অঙ্কের জরিমানা

ক্যাম্পাসের মধ্যে বসে মদ্যপান করলে জরিমানা করার ঘোষণা করল আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে প্রথমবার ধরা পড়লে ৫০০০ টাকা এবং পরের বার একই অভিযোগে ফের ধরা পড়লে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এই বিজ্ঞপ্তিটির সম্পর্কে...