Home আপডেট ‘স্যারকে জেড প্লাস দিয়ে দাও,’অমর্ত্য সেনকে সুরক্ষার নির্দেশ মমতার, ডিজিকে ফোন

‘স্যারকে জেড প্লাস দিয়ে দাও,’অমর্ত্য সেনকে সুরক্ষার নির্দেশ মমতার, ডিজিকে ফোন

‘স্যারকে জেড প্লাস দিয়ে দাও,’অমর্ত্য সেনকে সুরক্ষার নির্দেশ মমতার, ডিজিকে ফোন

বীরভূম সফরে গিয়েই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়িতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমি দখল সংক্রান্ত ইস্যুতে অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতীর যে দ্বন্দ্ব দেখা দিয়েছে তাতে নোবেলজয়ীর পাশেই মমতা। জমি সংক্রান্ত নথি তিনি এদিন তুলে দেন। তার সঙ্গে অমর্ত্য সেনের জন্য জেড প্লাস নিরাপত্তার নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। তবে জেড প্লাস নিরাপত্তা প্রসঙ্গে অমর্ত্য সেন সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, এটা কী জিনিস সেটা ঠিক জানি না। এনিয়ে জবাব দিতে পারব না।

এদিকে সম্প্রতি অমর্ত্য সেন জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে।

এদিন বীরভূম সফরে গিয়েই মুখ্যমন্ত্রীর প্রথম গন্তব্যই ছিল নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি। সেখানে তিনি জমি সংক্রান্ত যাবতীয় নথিও নিয়ে গিয়েছিলেন। জেলা প্রশাসন, ভূমি দফতরের পদস্থ আধিকারিকরাও এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গেই গিয়েছিলেন।

এদিন শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীতে গিয়ে নোবেলজয়ীর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি। প্রতীচীর সামনে পুলিশের ক্যাম্প করার ব্যাপারেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এর সঙ্গেই তিনি বলেন, দুজন পুলিশকর্মী যথেষ্ট নয়। তাঁর জন্য জেড প্লাস নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এনিয়ে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য়কে নির্দেশও দেন তিনি।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রতীচীতে বসেই বলেন, পুলিশ ক্যাম্প করে দাও। ডে নাইট করে দাও। স্যার যখন বাইরে বেরবেন স্যারকে একদম জেড প্লাস করে দাও।

মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে কার্যত নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হবে অমর্ত্য সেন ও তাঁর বাসভবনকে। এমনটাই মনে করছেন অনেকে। এর সঙ্গেই এদিন জমি সংক্রান্ত নথিপত্র দেখিয়েও কার্যত বিশ্বভারতীকে নিশানা করেন তিনি। গেরুয়াকরণ করা হচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেকদিন ধরে সহ্য করছি।অমর্ত্য সেনকে যেভাবে অপমান করা হয়েছে তা আমার গায়ে খুব লেগেছে। আপনি কোনও বিষয়ে ভাববেন না। আমি ল্যান্ডের অরিজিনাল ডকুমেন্ট নিয়ে এসেছি। এটাই আসল ডকুমেন্ট। …কেউ বিজেপি করলে সাতখুন মাফ এটা ঠিক নয়। 

এদিন সরাসরি বিশ্বভারতী কর্তৃপক্ষকে নিশানা করেন মমতা। পাশাপাশি নাম না করে তিনি বিশ্বভারতীর উপাচার্যকেও নিশানা করে কটাক্ষ করেন। এর সঙ্গেই জমি বিতর্কে তিনি অমর্ত্য সেনের পাশে থাকার জন্য সবরকম আশ্বাস দিয়েছেন। এমনকী রাজ্য সরকার এই ইস্যুতে এবার আইনের আশ্রয় নেবে, আদালতে যাবে বলেও এদিন মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here