Home আইন আদালত জেনে নিন, 41CRPC ধারায় পুলিশ কখন আপনাকে গ্রেফতার করতে পারে, আপনার অধিকার এবং কর্তব্য…

জেনে নিন, 41CRPC ধারায় পুলিশ কখন আপনাকে গ্রেফতার করতে পারে, আপনার অধিকার এবং কর্তব্য…

জেনে নিন, 41CRPC ধারায় পুলিশ কখন আপনাকে গ্রেফতার করতে পারে, আপনার অধিকার এবং কর্তব্য…

পরিচিতি ~ অর্ধেন্দু দাস ও সারদা সাহা, অ্যাডভোকেট, বিধাননগর আদালত

পুলিশ কখন কোনো ব্যাক্তিকে বিনা গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) এ হেপাজতে নিতে পারে…

৪১ সিআরপিসি অনুযায়ী নিম্নলিখিত কারণে পুলিশ কোনও ব্যাক্তিকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারেন~

যদি কোনও ব্যাক্তি কর্তব্যরত পুলিশ অফিসারের উপস্থিতিতে বিচার্য বা জ্ঞ্যাত অপরাধ করে থাকেন।

২ পুলিশ যখন কোনও ব্যাক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগের সমর্থনে যথেষ্ট এবং বিচার্য প্রমাণ ও সাক্ষ্য সঞ্চয় করে যা সেই ব্যাক্তিকে সাত বছর বা তার থেকে কম সময়ের জন্য কারাবাসের ধারায় ফেলা যায়।

যখন কর্তব্যরত পুলিশ অফিসার দ্বিধাহীনভাবে সিদ্ধান্তে উপনীত হন যে সংশ্লিষ্ট ব্যাক্তি পূর্বের ন্যায় ভবিষ্যতেও সম-অপরাধ সংগঠিত করতে চলেছেন অথবা

  • সঠিক তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার স্বার্থে
  • সংশ্লিষ্ট ব্যাক্তি যদি প্রমাণ বা সাক্ষ্য কে প্রভাবিত / নষ্ট করার চেষ্টা করেন।

৪ যদি সংশ্লিষ্ট ব্যাক্তি/ ব্যাক্তিরা পুলিশ আধিকারিককে তাঁর কর্তব্যে বাধা প্রদান করেন।

যদি সেই ব্যাক্তি পুলিশ অথবা দেশের কোনও সামরিক / আধা সামরিক বাহিনীর হেপাজত থেকে পালিয়ে গিয়ে থাকেন।

 যদি পুলিশ জানতে পারেন, কোনও ব্যাক্তি দেশের অর্থাৎ ভারতের বাইরে কোনও প্রকার অপরাধ মূলক কাজে যুক্ত ছিলেন, এবং এদেশেও সেই প্রকার কোনোকিছু চক্রান্তে জড়িত হতে পারেন।

৭ আদালতের রায়ে কোনও ব্যাক্তি অপরাধী হিসাবে ছাড়া পাওয়ার পর, যদি সেই রায়ের কোনো নিয়ম পুণরায় উলঙ্ঘন করে থাকেন।

যদি কোনও পুলিশ অফিসার অন্য কোনো পুলিশ অফিসারের থেকে সংশ্লিষ্ট ব্যাক্তিকে গ্রেফতার করার, লিখিত / মৌখিক আদেশ বা অনুরোধ পেয়ে থাকেন

যদি সেই ব্যাক্তির বিরুদ্ধে দেশদ্রোহিতা বা রাস্ট্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ থাকে

উপরিয়ুক্ত অপরাধ গুলিকে Cognizable Offence (জ্ঞ্যাত অপরাধ) নামে 41 CRPC আইনের ধারায় উল্লেখ করা রয়েছে। 

 

কোনো ব্যাক্তিকে গ্রেফতার করার পর কর্তব্যরত পুলিশ অফিসারের করণীয়

  • সেই ব্যাক্তিকে / তাঁর বাড়ির লোককে কেস সম্পর্কিত বিবরণ, গ্রেফতারের কারণ এবং অপরাধের ধারা জানানো, যাতে তিনি/তাঁরা সপক্ষ প্রমানের সুযোগ পায়।
  • গ্রেফতার করার 24 ঘন্টার মধ্যে সেই ব্যাক্তিকে ম্যাজিষ্ট্রেটের সামনে হাজির করা।
  • গ্রেফতার করার 24 ঘন্টার মধ্যে সেই ব্যাক্তিকে সরকারি হাসপাতালে মেডিকাল টেস্ট বা স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া।

হঠাৎ গ্রেফতার হলে কী করবেন ? 

পুলিশ আপনাকে গ্রেফতার করলে আপনার অধিকার গুলি

১. গ্রেফতারের সময় আপনাকে গ্রেফতারের কারণ, গ্রেফতারকারী অফিসারের নাম, গ্রেফতারের সময় ও স্থান সম্পর্কিত একটি মেমো পুলিশ আপনাকে বা আপনার বাড়ির লোককে দিতে বাধ্য। এই জিনিসটি অবশ্যই চেয়ে নেবেন। মামলার ক্ষেত্রে এটির গুরুত্ব অপরিসীম।

২. মহিলা পুলিশ ছাড়া কোনওভাবেই কোনও মহিলাকে গ্রেফতার বা তল্লাশী চালানো যায় না।

৩. আইন অনুযায়ী পুলিশ লক আপে আপনাকে কোনওপ্রকার শারীরিক বা মানসিক অত্যাচার করতে পারে না। এমনকি চড় মারতেও পারে না।

৪. ৪১এ সিআরপিসি তে নোটিশ পেলে স্থানীয় রেপুটেড কোনও ক্রিমিন্যাল ল ইয়ার কে যোগাযোগ করুন। বাড়ির লোককেও  বলে রাখুন আপনাকে পুলিশ গ্রেফতার করলে সেই নাম্বারগুলিতে তৎক্ষণাৎ যোগাযোগ করতে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here